Sreelekha Mitra

Sreelekha: দুর্ঘটনায় আহত শ্রীলেখা, অস্ত্রোপচার টেবিলে অভিনেত্রী

চিকিৎসক দিবসেই দুর্ঘটনার শিকার শ্রীলেখা মিত্র! বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আপাতত তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৭:১৫
দুর্ঘটনায় আক্রান্ত শ্রীলেখা

দুর্ঘটনায় আক্রান্ত শ্রীলেখা

মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন। সে ভাবেই আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, আকস্মিক দুর্ঘটনায় আহত তিনি। অস্ত্রোপচার হবে। তাঁকে অস্ত্রোপচার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, আপাতত তিনি কথা বলতে পারছেন না। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

Advertisement

হাতে চ্যানেল করা। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে তিনি। শ্রীলেখা তাঁর অস্ত্রোপচারের ছবিও ভাগ করে নিয়েছেন। আপাতত তাঁর ফোন বন্ধ। ছবি অনুযায়ী, সম্ভবত বাঁ দিকের চোখের উপরে আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পরে তাঁর বাঁ চোখ ঢাকা পড়েছে বড় ব্যান্ডেজে। অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খবর ছড়াতেই শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অসংখ্য ভক্ত। অভিনেত্রী পথ দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন