Srabanti Chatterjee

শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিং, ক্ষুব্ধ রোশন প্রতিবাদ করলেন নেটমাধ্যমে

এক মহিলার পোস্ট করা এই দুই বিপরীতমুখী পোস্ট পাশাপাশি রেখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রোশন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ১৭:২৩
শ্রাবন্তীর পাশে দাঁড়ালেন রোশন।

শ্রাবন্তীর পাশে দাঁড়ালেন রোশন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিতর্ক, ইদানিংকালে এই দুই প্রায় সমার্থক। এ বার অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, ওঠাপড়াকে মিলিয়ে দেওয়া হয়েছে তাঁর রাজনৈতিক পদক্ষেপের সঙ্গে। তাই স্ত্রীর জন্য আবার আওয়াজ তুললেন রোশন সিংহ। নেটমাধ্যমে শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব দিলেন তিনি।

এক মহিলা নেটাগরিকের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রাবন্তীর স্বামী। এক দিকে সেই মহিলা বিচ্ছেদপ্রাপ্ত নারীদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন যার সারমর্ম, বিবাহবিচ্ছেদ হওয়া মানেই যে একজন নারী জীবনে ব্যর্থ, তেমনটা ভেবে নেওয়া ভুল। অন্য দিকে, বিজেপি-তে যোগদানের পর শ্রাবন্তীর ‘মোদীজিকে খুব ভাল লাগে’ মন্তব্য নিয়ে ইঙ্গিতমূলক মিম শেয়ার করেছেন তিনি।

Advertisement

ওই মহিলার পোস্ট করা এই দুই বিপরীতমুখী পোস্ট পাশাপাশি রেখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রোশন। তিনি লিখেছেন, ‘এই মহিলার মতো এখনও অনেক ভুয়ো নারীবাদী রয়েছেন। এক দিকে ইনি এক জন মহিলার সিদ্ধান্তের প্রশংসা করছেন, অন্য দিকে এক জন নারীকে অসম্মান করছেন। ওঁর মা বাবা ওঁকে খুব খারাপ শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ আমার মা বাবা ওঁর মা বাবার মতো নন’। পেশায় একজন শিক্ষিকা হয়েও, এই নেটাগরিকের মানসিকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রোশন।

তবে এই প্রথম নয়, এর আগেও নাম না করে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তিনি। শ্রাবন্তী গেরুয়া শিবিরে নাম লেখানোর পর লাইভে এসে অযথা ট্রোলিং বন্ধ করার অনুরোধ রেখেছিলেন নেটাগরিকদের কাছে। অতীতে যদিও নেটমাধ্যমে একে অপরকে নানা সময় পরোক্ষভাবে কটাক্ষ করেছে এই তারকা দম্পতি। তবে এখন রোশনের গলায় নরম সুর।

Advertisement
আরও পড়ুন