Sourav Chakraborty

‘ছোট পর্দা আমায় বরাবর টানে’, সত্যিই ধারাবাহিকে ফিরছেন সৌরভ?

স্টুডিয়োপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। আবারও ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কী বললেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৩৯
Actor Sourav Chakraborty

নতুন ধারাবাহিকে দেখা যাবে সৌরভকে? ছবি: সংগৃহীত।

‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু অভিনেতা সৌরভ চক্রবর্তীর। এখন তিনি পরিচালকও বটে। গত কয়েক বছরে অনেকগুলো ওয়েব সিরিজ় পরিচালনা করে ফেলেছেন তিনি। মাঝে তাই সৌরভকে ধারাবাহিকে সে ভাবে দেখেননি দর্শক। শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেতা। স্টার জলসার সঙ্গে নাকি ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। তবে সৌরভের বিপরীতে নায়িকা কে তা যদিও ধোঁয়াশা। সত্যিই কি তবে ছোট পর্দায় ফিরছেন নায়ক?

Advertisement

আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। তিনি নাকি নিজেই এখনও কিছু জানেন না। সৌরভ বললেন, “ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয় যাত্রার শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক সহজে। তাই ধারাবাহিকে অভিনয় করব না, কোনও দিনই এমন ভাবিনি। তবে স্টার জলসার কোনও ধারাবাহিকে আমি আদৌ ফিরছি কিনা সে কথা আমি সত্যিই জানি না। তাই বলতে পারছি না। হ্যাঁ, ধারাবাহিকে অভিনয় করতে আমি আগ্রহী।” এরই মধ্যে শোনা যাচ্ছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিপরীতে দেখা যেতে পারে সৌরভকে। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

সৌরভের ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ধারাবাহিক। ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’—সব ধারাবাহিকেই দর্শক তাঁকে সমান ভালবাসা দিয়েছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও যে তাঁকে খুব টানে সে কথাও সৌরভ বার বার বলেছেন। কিন্তু সত্যিই কি আবার তাঁকে দেখা যাবে ছোট পর্দায় তা অবশ্য সময় বলবে।

Advertisement
আরও পড়ুন