Sonu Sood

রক্ত দিয়ে ছবি এঁকে উপহার দিলেন ভক্ত, অপচয় দেখে অসন্তুষ্ট ‘মানবদরদী’ সোনু!

রক্ত দিয়ে আঁকা ছবি উপহার দিতে গেলেন এক শিল্পী। রক্ত দেওয়ার ইচ্ছে হলে সঠিক জায়গায় দিন, ভক্তকে মৃদু তিরস্কার সোনু সুদের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৪
নিজের রক্ত দিয়ে ছবি এঁকে সনুকে উপহার দিলেন এক ভক্ত।

নিজের রক্ত দিয়ে ছবি এঁকে সনুকে উপহার দিলেন এক ভক্ত।

অভিনেতা ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। ভক্তদের কাছে ‘ভগবান’ সোনু সুদ। তবু ফিরিয়ে দিলেন এক ভক্তের অর্ঘ্য। মধু গুর্জর নামের সেই শিল্পী নিজের রক্ত দিয়ে এঁকেছিলেন প্রিয় অভিনেতার আবক্ষ ছবি। সে ছবি তুলে দিতে এসেছিলেন সোনুর হাতে। বলেছিলেন, “আমি আপনার জন্য জীবন দিতে পারি।” তাতে কৃতজ্ঞতা প্রকাশ করলেও খুশি হননি ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর অভিনেতা। ভক্তকে বিনীত ভাবে বলেন, “ভাই, আপনি প্রতিভাবান শিল্পী। কিন্তু খুবই অন্যায় করেছেন। রক্ত যদি দিলেনই, তা হলে কোনও মানুষকে সেই রক্ত দিয়ে তাঁর প্রাণ বাঁচাতে পারতেন। ছবি এঁকে এ ভাবে নষ্ট করলেন কেন?”

Advertisement

শিল্পীর সঙ্গে সোনুর কথোপকথনের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে শনিবার। যা দেখে আবারও মুগ্ধ অনুরাগীরা।

করোনা-লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করা, বিদেশে আটকে পড়া ভক্তকে উড়ানের টিকিট দিয়ে দেশে ফেরানো, দুঃস্থ পরিবারের বিকলাঙ্গ শিশুকে নতুন জীবনদান— কত মানুষের কত কল্যাণে যে জড়িয়ে গিয়েছে তাঁর নাম, তা বলে শেষ করা যাবে না। বলিউডের অভিনেতা হতে গিয়ে আমজনতার চোখে এ ভাবেই যেন ‘দেবদূত’ হয়ে গিয়েছেন সোনু।

তেলেগু ছবি ‘কল্লাজগার’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তারও তিন বছর পর ‘শহীদ-ই-আজম’, অভিনেতার প্রথম বলিউড ছবি। ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে শেষ বার দেখা গিয়েছিল সোনুকে। আগামী দিনে তামিল ছবি ‘তামিলারাসন’-এ বিজয় অ্যান্টনির বিপরীতে দেখা যাবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন