Sonali Chakraborty

Sonali-Shankar: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালি চক্রবর্তী

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি। বন্ধ ধারাবাহিকের শ্যুটিং।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১২:৫৬
কী হয়েছে সোনালির?

কী হয়েছে সোনালির?

গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালি চক্রবর্তী। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন৷ এক সময় ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু তার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

সুস্থই ছিলেন। সম্প্রতি আবারও কাজ শুরু করেছিলেন তিনি। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে৷ কিন্তু আচমকাই ছন্দপতন। কী হয়েছিল? ‘আনন্দবাজার অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হয় তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, ‘‘সুস্থ হয়ে বাড়িও চলে এসেছিল। কিন্তু আচমকাই পেটে ফ্লুইড জমে। সেই কারণেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন যদিও কিছুটা ভাল আছেন৷’’ তা হলে আবার কি কাজ শুরু করতে পারবেন অভিনেত্রী? হাসপাতাল সূত্রে খবর, কিছু দিন বিশ্রাম নিয়ে উনি আবারও কাজ শুরু করতে পারবেন৷

Advertisement

শঙ্কর বলেছেন, ‘‘শ্যুটিংয়ে তাঁর সুবিধা মতো সময়ই কাজ হয়।’’ মুম্বই থেকে মেয়ে আপাতত কলকাতায় এসে আছেন৷ মুম্বইয়ে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন তিনি৷ মা সুস্থ হয়ে উঠলে আবারও তিনি পাড়ি দেবেন মুম্বইয়ে।

Advertisement
আরও পড়ুন