Sonakshi Sinha wedding

‘নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন’, বিয়ের পরে কেমন আছেন, জানালেন সোনাক্ষী

বিয়ের পরে কাজে ফিরতে পেরেও খুব ভাল লাগছে বলে জানান সোনাক্ষী। ভিন্‌ধর্মে বিয়ের জন্য ট্রোল্‌ড হয়েছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ১৭:৫৪
Sonakshi Sinha opens up for the first time after her marriage

জ়াহির ইকবাল এবং সোনাক্ষী সিন্‌হা। ছবি: সংগৃহীত।

তাঁর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। পারিবারিক অশান্তি নিয়েও বিস্তর লেখালিখি হয়েছে সংবাদমাধ্যমে। মেয়ে সোনাক্ষীর পাশে অবশ্য বরাবরই দাঁড়িয়েছেন সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা। মেয়ে-জামাই রাজযোটক, তাঁরা সুখে থাকবেন বলেই দাবি করেছিলেন তিনি।

Advertisement

কিন্তু বিয়ের পর কেমন আছেন সোনাক্ষী সিন্হা? এ বার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। ২৩ জুন বান্দ্রায় নিজের বাড়িতেই অভিনেতা জ়াহির ইকবালকে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী। বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেরে এক বিলাসবহুল রেস্তরাঁয় প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সব কিছুতেই ট্রোলড হয়েছেন সোনাক্ষী।

তবে সে সবের তোয়াক্কা না করেই সোনাক্ষী জানালেন, তিনি ভাল আছেন। এর চেয়ে ভাল তিনি আগে কখনও থাকেননি। অভিনেত্রীর কথায়, “এর আগে কখনও এত ভাল থাকিনি। বিয়ের পরেও আসলে কিছুই বদলায়নি। সব এক রকমই রয়েছে আর এই বিষয়টাই আমার সবচেয়ে ভাল লাগছে। বিয়ের আগেও আমার জীবন অগোছালো ছিল না। আর এখনও একই রকম।”

বিয়ের পরে কাজে ফিরতে পেরেও খুব ভাল লাগছে বলেও জানান সোনাক্ষী। ভিন্‌ধর্মে বিয়ে করায় ট্রোল্‌ড হয়েছেন অভিনেত্রী। এমনকি শোনা যাচ্ছিল, বিয়ের আগে নাকি এই সম্পর্কে সম্মতি ছিল না শত্রুঘ্ন সিন্‌হা ও তাঁর পরিবারের। বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর ভাই লব সিন্‌হাকেও।

এই বিতর্কের মাঝেই একটি পোস্ট করেছিলেন সোনাক্ষী। এই পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। পোস্টে তিনি লিখেছিলেন, “কী ভাবে গলার স্বর নামাতে হয়, একেবারে চুপ করে যেতে হয়। কী ভাবে বুঝবেন, আপনি যা চাইছেন, তা পাচ্ছেন না। পরিবেশের জন্য সচেতনতা স্থাপন করছি। বাঁচুন এবং বাঁচতে দিন।”

সোনাক্ষীর এই পোস্টের নিশানায় তাঁর ভাই লব সিন্‌হা কি না তা নিয়ে জল্পনা শুরু হয়। পুরনো এক সাক্ষাৎকারে লব জানিয়েছিলেন, প্রেম নিয়ে তিনি সোনাক্ষীকে নানা পরামর্শ দেন। কিন্তু বোন কথা শোনার পাত্রী নন। নিজের যেটা ভাল লাগে সেটাই তিনি করেন।

আরও পড়ুন
Advertisement