Celebrity controversy

‘যিনি গোমাংস খান তিনিই রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত!’ অভিজিতের নিশানায় এ বার রণবীর

একের পর এক বলিউড ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষের ঝড় তুলেছেন গায়ক। কেন? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে কী জানালেন অভিজিৎ?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:৪৬
অভিজিৎ ভট্টাচার্যের রোষে রণবীর কপূর।

অভিজিৎ ভট্টাচার্যের রোষে রণবীর কপূর। ছবি: ফেসবুক।

কখনও শাহরুখ খান, কখনও সলমন খান তাঁর কটাক্ষে বিদ্ধ। সম্প্রতি কাউকে ছেড়ে কথা বলছেন না অভিজিৎ ভট্টাচার্য। কখনও তিনি শাহরুখের তোতলামি নিয়ে ব্যঙ্গ করেছেন। কখনও সলমনকে মনে করেছেন, তিনি তাঁর আলোচনার যোগ্যই নন! সে সব রেশ কাটার আগেই গায়ক এ বার রণবীর কপূরকে নিয়ে পড়েছেন! তাঁর কটাক্ষ, “এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এ দিকে, আমাদের দেশে গরু মা হিসাবে পূজিতা!” প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ-তালিকায় পুরো কপূর খানদান আমন্ত্রিত ছিল। তাই উদ্বোধনে উপস্থিত ছিলেন রণবীরও।

Advertisement

হঠাৎ কেন চর্চিত ব্যক্তিত্বদের নিয়ে একের পর এক কটাক্ষ করে চলেছেন অভিজিৎ?

আনন্দবাজার অনলাইনের প্রশ্নে মুম্বইনিবাসী গায়কের সাফ জবাব, “এই বিষয়ে আর কথা বলতে চাই না। অন্য কোনও বিষয় নিয়ে কথা বলতে চাইলে অবশ্যই সময় দেব।” এ দিকে, গোমাংস খাওয়া রণবীরই বড় পর্দায় শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন। যদিও তিনি ইতিমধ্যেই আমিষাশী থেকে নিরামিষাশী হয়েছেন। মদ্যপান-সহ সমস্ত নেশা থেকে দূরে। চরিত্র নিয়ে পড়াশোনা করছেন। নিজেকে নিয়মের বাঁধনে বেঁধে ফেলেছেন।

গোমাংস ভক্ষণ নিয়ে ২০১১ সালে প্রথম চর্চায় আসেন রণবীর। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, গোমাংস খেতে ভাল লাগে তাঁর। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারের সময় সেই সাক্ষাৎকার ফের নজরে এলে হতবাক হয়েছিলেন অনেকেই। সেই কারণে বজরং দলের কর্মীরা তাঁকে এবং তাঁর স্ত্রী আলিয়া ভট্টকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রবেশে বাধা দিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন