Jaya Bachchan

ক্যামেরা দেখলেই মেজাজ গরম, ছবিশিকারিদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করেন জয়া বচ্চন?

চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না বচ্চন-ঘরণী। কিন্তু কী কারণে ছবিশিকারিদের সঙ্গে এমন আদায় কাঁচকলায় সম্পর্ক জয়ার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ২০:৩৫
Shweta Bachchan Addresses why Jaya Bachchan gets angry on Paparazzi

ক্যামেরা দেখলেই বিরক্ত জয়া। ছবি: সংগৃহীত।

ছবিশিকারিরা ক্যামেরা তাক করলেই মেজাজ হারান জয়া বচ্চন। প্রায়শই এমন দৃশ্য ভেসে ওঠে সমাজমাধ্যমে। যেখানে সেখানে তাঁর দিকে ক্যামেরা তাক করে ছবি বা ভিডিয়ো তোলা একেবারেই পছন্দ করেন না তিনি। এর অন্যথা হলে অনুরাগী ও চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না বচ্চন-ঘরণী। কিন্তু কেন ছবিশিকারিদের সঙ্গে জয়ার এমন আদায় কাঁচকলায় সম্পর্ক? কারণ জানালেন মেয়ে শ্বেতা বচ্চন।

Advertisement

জয়ার মেজাজের তল পাওয়া বেশ শক্ত। উনিশ থেকে বিশ হলেই কখনও চিৎকার করেন, কখনও আবার বকা দেন। জয়াকে নিয়ে তটস্থ থাকেন সকলেই। অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন ছবিশিকারিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তাঁর মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না বরং তাঁর ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, ‘‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে সেই কারণে এমন আচরণ করে।’’ সম্প্রতি অভিনেতা মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে একাই গিয়েছিলেন জয়া। সেখানেই মনোজের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাও জানান। হঠাৎ পিছন থেকে এক মহিলা এসে জয়ার কাঁধে হাত রেখে তাঁকে ডাকেন। চমকে গিয়ে পিছনে ঘুরে তাকান জয়া। সেই মহিলা তাঁর অচেনা। সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। চিৎকার করে কড়া ভাষায় এক প্রৌঢ় ব্যক্তিকে বকাবকিও শুরু করেন তিনি।

Advertisement
আরও পড়ুন