Sidharth Shukla

Sidharth-Shehnaaz: সিদ্ধার্থের ছবি ট্যাটু করলেন শেহনাজের ভাই

তাঁর পোস্টটি নিয়ে চর্চা শুরু হতেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা গেল, তাঁর ডিসপ্লে পিকচারেও নিজের ছবির নেই। আছে সিদ্ধার্থের ছবি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২২:০৪

দু’সপ্তাহ হয়ে গেল সিদ্ধার্থ শুক্ল নেই। হৃদরোগে তাঁর আচমকা মৃত্যুর খবরে মুম্বইয়ের টেলিপাড়া থেকে শুরু করে বলিপাড়া, আজও শোকাহত। তাঁর বিভিন্ন ভিডিয়ো এবং ছবি ঘুরে বেড়াচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে দু’সপ্তাহ পরেও মানুষ তাঁর কথা মনে করছেন। তা হলে বোঝাই যাচ্ছে, প্রয়াত অভিনেতার পরিবারের কী অবস্থা। তাঁর প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলের ভাই শেহবাজ তাঁর চিহ্ন আঁকলেন নিজের শরীরে। সিদ্ধার্থের মুখের ছবি দেওয়া ট্যাটু খোদাই করলেন শেহবাজ।

শেহবাজের পোস্ট করা ছবিতে তাঁর হাতের একটি অংশ দেখা যাচ্ছে। হাতে সিদ্ধার্থের ছবি আঁকা ট্যাটু। হাসিমুখে রয়েছেন প্রয়াত অভিনেতা। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘তোমার স্মৃতিও তোমার মতোই জীবন্ত। আমাদের স্মৃতিতে তুমি সব সময়ে বেঁচে থাকবে।’ নীচে ট্যাটুশিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Advertisement

তাঁর পোস্টটি নিয়ে চর্চা শুরু হতেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখা গেল, তাঁর ডিসপ্লে পিকচারেও নিজের ছবির নেই। আছে সিদ্ধার্থের ছবি। এমনকি সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে নিজের প্রোফাইলে কেবল প্রয়াত অভিনেতার ছবিই পোস্ট করছেন।

Advertisement
আরও পড়ুন