Shehnaaz Gill

Sidharth Shukla-Shehnaaz Gill: তুমি এখানেই আছ, সিদ্ধার্থের মৃত্যুর প্রায় দু’মাস পর লিখলেন শেহনাজ

শেহনাজের মন জুড়ে সিদ্ধার্থ। তাঁকেই উৎসর্গ করে তৈরি করেছেন নতুন গান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৩:৪১
শেহনাজের মন জুড়ে সিদ্ধার্থ। 

শেহনাজের মন জুড়ে সিদ্ধার্থ। 

সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পরে থমকে গিয়েছিল তাঁর জীবন। প্রেমিকের শেষকৃত্যে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছিলেন শেহনাজ গিল। তার পরে দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে চার দেওয়ালের ঘেরাটোপে কেটেছে। শেহনাজের জীবনের মতোই নিস্তরঙ্গ ছিল তাঁর নেট-উপস্থিতি। দু’মাস পার, শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। সেই ছাপ তাঁর ইনস্টাগ্রামেও। প্রেমিকের মৃত্যুর পরে এই প্রথম পোস্ট করলেন তিনি।

শেহনাজের মন জুড়ে সিদ্ধার্থ। তাঁকেই উৎসর্গ করে তৈরি করেছেন নতুন গান। নাম ‘তু ইয়েহি হ্যায়’। বাংলা তর্জমায়— ‘তুমি এখানেই আছ।’ শুক্রবার দুপুর ১২টার সময়ে মুক্তি পাবে এই গান। সেই পোস্টার ইনস্টাগ্রামে দিয়েছেন শেহনাজ। তাতে সিদ্ধার্থ এবং তিনি। হাসিতে উজ্জ্বল। সিদ্ধার্থ-হীন জীবনে স্মৃতি হাতড়েই যেন বাঁচতে চাইছেন শেহনাজ

Advertisement

অভিনেত্রীর পোস্ট দেখে আবেগঘন তাঁর অনুরাগীরা। ‘সিডনাজ’-এর পরিণতিতে আরও এক বার মন ভারী তাঁদের। আপাতত সিদ্ধার্থকে নিয়ে শেহনাজের গানের অপেক্ষায় প্রহর গুনছেন সকলে।

Advertisement
আরও পড়ুন