Shah Rukh Khan

কখনও ছাতা, কখনও হুডিতে মুখ লুকোন শাহরুখ! ক্যামেরা দেখলেই বিরক্তি কেন জানালেন নিরাপত্তারক্ষী

২০২১ সালের পর থেকে ক্যামেরা দেখলেই মুখ লুকোন শাহরুখ খান। বেশ কয়েকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে। কিন্তু কেন এমন পরিবর্তন এল তাঁর মধ্যে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৫৭
ক্যামেরা দেখলেই কেন মুখ লুকোন শাহরুখ খান?

ক্যামেরা দেখলেই কেন মুখ লুকোন শাহরুখ খান? ছবি: সংগৃহীত।

বড় বড় তারকারা অনেক সময় থাকেন নাগালের বাইরে। সেই সময় তাঁদের আশপাশে থাকা মানুষগুলিও তারকার ছটায় আলোকিত হয়ে ওঠেন। ছায়া জগতের তারকাদের পাশপাশি খ্যাতনামী হয়ে ওঠেন তাঁরাও। যেমন শাহরুখ খানের দীর্ঘদিনের ছায়াসঙ্গী একদা তাঁর প্রধান নিরাপত্তারক্ষী ইউসুফ মহম্মদ। শাহরুখের নিরাপত্তার দায়িত্বে অনেক দিন বহাল ছিলেন তিনি। গত ৩-৪ বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে শাহরুখের জীবনে। এক সময় আলোকচিত্রীদের সঙ্গে সখ্য ছিল তাঁর। কিন্তু ২০২১ সালের পর থেকে ক্যামেরা দেখলেই মুখ লুকোন। বেশ কয়েকবার মেজাজ হারাতেও দেখা গিয়েছে। কেন এমন পরিবর্তন এল তাঁর মধ্যে?

Advertisement

গত কয়েক বছর ধরেই কোনও অনুষ্ঠান মঞ্চ ছাড়া প্রকাশ্যে খুব একটা মুখ দেখান না শাহরুখ। নিরাপত্তার কড়াকড়ি এতটাই বেড়েছে যে গাড়ির কাচ কালো করেও থামেননি তিনি। গাড়ির পিছনের আসনও ঢেকে দিয়েছেন কালো কাপড়ে। যাতে সামনে থেকেও ছবি না তোলা যায় তাঁর। কখনও আবার আলোকচিত্রীদের এড়াতে ঢেকে নেন নাক মুখ। কখনও ছাতায়, কখনও ঢোলা হুডির আশ্রয় নেন।

বয়সের নিরিখে ৬০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শাহরুখ। কারও দাবি চোখেমুখে বয়সের ছাপ যাতে ক্যামেরায় ধরা না পড়ে, সে কারণে সাবধানতা অবলম্বন করতে গিয়েই মুখ লুকোন বাদশা। আবার অনেকের মতে, আরিয়ান খানের মাদককাণ্ডের পর থেকেই নাকি সংবাদমাধ্যম থেকে আলোকচিত্রীদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। এই প্রসঙ্গে নিরাপত্তারক্ষী ইউসুফ বলেন, ‘‘না উনি কোনও কিছু নিয়ে লজ্জা পাচ্ছেন তেমনটা নয়। আমার মনে হয় কোনও ব্যক্তিগত কারণেই এমনটা করছেন। এখন তো আমি আর ওঁর সঙ্গে কাজ করছি না। তাই কেন উনি এমন করছেন বলতে পারব না।’’

Advertisement
আরও পড়ুন