Sara Ali Khan

গানের তালে নতুন পদ্ধতিতে মাস্ক পরার সুরেলা সতর্কবাণী সারা আলি খানের

গানের তালে তালে অঙ্গভঙ্গি করে বোঝালেন, এখন বাড়ির বাইরে বেরলে সব থেকে প্রয়োজনীয় কাজটি হল মাস্ক পরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:২৩
সারা আলি খান

সারা আলি খান

কোভিডের দ্বিতীয় ঢে‌উ এ বারে আরও জোরে আছড়ে পড়েছে জনজাতির উপরে। ফের নেটমাধ্যম উপচে পড়ছে নানা ধরনের ভিডিয়ো বার্তায়, মিম-বার্তায়। বলিউড ও ইনস্টাগ্রাম তারকা সারা আলি খান কেন পিছিয়ে থাকবেন! তিনিও ভিডিয়ো প্রকাশ করলেন ইনস্টাগ্রামে।

গত বছর জুন মাসে ‘মাস্ক অন’ বলে একটি গানের ‌ভিডিয়ো বানিয়েছিলেন এ-ক্যাল বলে এক র‌্যাপার শিল্পী। উদ্দেশ্য, জন সাধারণকে মাস্ক পরা নিয়ে সতর্ক করা। সেই গানই বাজালেন অভিনেত্রী। গানের তালে তালে অঙ্গভঙ্গি করে বোঝালেন, এখন বাড়ির বাইরে বেরলে সব থেকে প্রয়োজনীয় কাজটি হল মাস্ক পরা।

Advertisement

সারা আলি ঝলমলে কালো পোশাক পরে একটি রেস্তঁরা থেকে বেরচ্ছেন। ভিডিয়োটা শুরু হতেই তিনি দেখালেন, দরজা দিয়ে বাইরে বেরনোর আগেই মাস্ক পরে নিতে হবে। সাদা বড় মাস্কটা পরে ক্যামেরার দিকে এগিয়ে এলেন তিনি। হাতের মুদ্রা দিয়ে বোঝালেন, এটাই যথার্থ কাজ। পিছনে যে গান বাজানো হল, তার মর্মার্থ হল, ‘নাক ও মুখ ঢাকুন। মাস্ক ছাড়া বাইরে বেরবেন না’।

আরও পড়ুন
Advertisement