Samantha Prabhu

Samantha Ruth Prabhu: আয়ুষ্মানের আকর্ষণে সামান্থা! বলিউডে আসছেন এই নায়কের টানেই?

দক্ষিণ বিজয়ের পরে বলিউড বিজয়ে মনোযোগী সামান্থা রুথ প্রভু। খুব শিগগিরিই আয়ুষ্মান খুরানার বিপরীতে আসতে চলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ২১:৩৫
আয়ুষ্মানে মতি সামান্থার!

আয়ুষ্মানে মতি সামান্থার! —ফাইল চিত্র।

বলিউড ছবি আর সিরিজের ঝুড়ি ঝুড়ি অফার নাকি তাঁর কাছে জড়ো হয়েছিল। সব ফিরিয়ে দিয়েছেন সামান্থা রুথ প্রভু। একটাও নাকি মনে ধরেনি। কারণ? একটাও নাকি ‘পুষ্পা’ অভিনেত্রীর উপযুক্ত নয়! কিন্তু মায়ানগরীর মায়া কি এত সহজে এড়ানো যায়? দক্ষিণের সেই অভিনেত্রী অবশেষে বলিউডে পা রাখছেন। জোরালো চরিত্রের সঙ্গে বিপরীতে নাকি জোরালো নায়ককেও পেয়েছেন! কে তিনি? টিনসেল টাউনের ফিসফিসানি, বড় নৌকোয় নাকি নোঙর বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী। আয়ুষ্মান খুরানার বিপরীতে নায়িকা হয়ে আসছেন তিনি।

একে একে দক্ষিণী ছবির অনেক তারাই বলিউডি পর্দায় ঝিলমিলিয়ে ওঠার জন্য তৈরি। তালিকা লম্বা। রয়েছেন বিজয় দেবেরকোণ্ডা, নাগা চৈতন্য, রশ্মিকা মান্দানা, নয়নতারা। সমান্থার নাম এঁদের সঙ্গেই এক সারিতে উঠতে চলেছে দীনেশ ভিজানের আগামী ছবির সৌজন্যে। আরও খবর, ছবিটি সম্পূর্ণ বিনোদনধর্মী। সামান্থার চরিত্র নাকি আয়ুষ্মানের মতোই গুরুত্বপূর্ণ।

Advertisement

এক দশকেরও বেশি সময় ধরে তিনি দক্ষিণের ছবিতে অভিনয় করেছেন সামান্থা। মায়ানগরীতে নিজেকে প্রমাণ করতে একের পর এক বড় ব্যানারের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। হাওয়ায় খবর ভাসছে, তাপসী পান্নুর প্রথম প্রযোজনায় দেখা যেতে পারে সামান্থাকে। এ ছাড়াও, কর্ণ জোহরের ‘কফি উইথ করণ’-এ তাঁর জুড়ি অক্ষয় কুমার!

Advertisement
আরও পড়ুন