Pahalgam Terror Attack

‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?

কাশ্মীরকে এই পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা বলেছিলেন সলমন। মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর দৃষ্টিভঙ্গি কি বদলে গেল ভাইজানের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৪
পহেলগাঁও হামলার পর কী লিখলেন সলমন?

পহেলগাঁও হামলার পর কী লিখলেন সলমন? ছবি: সংগৃহীত।

জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তার পর থেকে এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ। রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। এক সময় কাশ্মীরকে এই পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন সলমন। মঙ্গলবার উগ্রপন্থীদের হামলার পর দৃষ্টিভঙ্গির কি বদল ঘটল ভাইজানের?

Advertisement

‘বজরঙ্গি ভাইজান’ ছবির সময় দীর্ঘ দিন পহেলগাঁও, আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সলমন। সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা। তাঁর দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে। সলমন লেখেন, ‘‘পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন একজন নির্দোষকে হত্যা করার অর্থ গোটা পৃথিবীকে হত্যা করা।’’

এক সময় জঙ্গিযোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ করে থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।” একই রকমের ক্ষোভপ্রকাশ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়ঙ্কা চোপড়ারা।

Advertisement
আরও পড়ুন