Saif Ali Khan On Divorce

‘বিবাহবিচ্ছেদে খরচ অনেক, মানিয়ে নিতে হয়’, তবে কি করিনার সঙ্গে সম্পর্ক টালমাটাল সইফের?

দুটো বিয়ের পর সইফের উপলব্ধি, প্রেম, বিয়ে সবই বুঝে করা উচিত। কারণ একটা মানুষ বার বার বিয়ে ভাঙতে পারেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:৩৬
বিয়ের এত বছর পর ফের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কেন টানলেন সইফ?

বিয়ের এত বছর পর ফের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কেন টানলেন সইফ? ছবি: সংগৃহীত।

নব্বইয়ের দশকের গোড়ায় সইফ আলি খান এবং অমৃতা সিংহ বিয়ে করেন। কিন্তু তাঁদের বৈবাহিক জীবন সুখকর ছিল না। ১৩ বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু তাঁদের প্রেমকাহিনি সিনেমার চেয়ে কোনও অংশে কম ছিল না। তাঁদের দুই সন্তান, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। বিচ্ছেদের ৮ বছর পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ। সইফ-করিনার দুই পুত্রসন্তান, তৈমুর ও জেহ্। সারা জীবন নিজের তুলনায় বেশি বয়সি মহিলাদের প্রেমে পড়েছেন বলেই গুঞ্জন সইফকে নিয়ে। পটৌদী পরিবারের সন্তান হলেও সইফ স্বতন্ত্র ভাবে সে সময় অর্থনৈতিক দিক থেকে ততটা পোক্ত ছিলেন না বলেই অমৃতার সঙ্গে বিয়ে ভাঙে। এমনই শোনা যায়। যদিও করিনার সঙ্গে সুখেই সংসার করছেন অভিনেতা। এক বার বিবাহবিচ্ছেদেই শিক্ষা হয়ে গিয়েছে শর্মিলা-পুত্রের।

Advertisement

সইফ এক পুরনো সাক্ষাৎকারে অমৃতার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি জানান, পাঁচ কোটি টাকার চুক্তিতে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সইফের। বিচ্ছেদের পরেই আড়াই কোটি টাকা অমৃতার হাতে তুলে দেন তিনি। তার পর থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়ার চুক্তি হয়। যত দিন না পর্যন্ত সারা এবং ইব্রাহিম প্রতিষ্ঠিত হচ্ছেন, তত দিন সইফকে প্রতি মাসে সমপরিমাণ টাকা দিয়ে যেতে হবে বলে চুক্তি হয়। সইফের দাবি, সম্পর্কে থাকাকালীন উপার্জন নিয়ে রোজ অমৃতার কটাক্ষের শিকার হতেন।

এমনকি, বিচ্ছেদের পর নাকি সারা এবং ইব্রাহিমের সঙ্গে সইফকে দেখাও করতে দিতেন না অমৃতা। সেই কারণে অভিনেতার উপলব্ধি, প্রেম, বিয়ে সবই বুঝে করা উচিত। কারণ একটা মানুষ বার বার বিয়ে ভাঙতে পারেন না। সইফের কথায়, ‘‘আমি জানি মানুষ একটা পর্যায়ে গিয়ে কোনও একটা বন্ধনে আবদ্ধ থাকতে পছন্দ করে না। কিন্তু আপনি বিবাহবিচ্ছেদ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখতে পারবেন না, এর জন্য অনেক টাকা খরচ হয়। তাই, একটা সময় পর সবটাই মানিয়ে নিতে হয়।’’

Advertisement
আরও পড়ুন