Rupanjana Mitra

‘আপনার এক রাতের রেট-চার্টটা দেবেন’? কুপ্রস্তাব পেয়ে ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ রূপাঞ্জনার!

সমাজমাধ্যমে কুপ্রস্তাব পেয়ে হেনস্থার শিকার অভিনেত্রী। ইন্ডাস্ট্রিকে নিয়ে ক্ষোভ অভিনেত্রীর কণ্ঠে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০
Tollywood Actor Rupanjana Mitra shares screenshot of indecent messages

কী প্রস্তাব দেওয়া হয় রূপাঞ্জনাকে? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। সম্প্রতি বাঙালি ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর কুপ্রস্তাব পান তিনি। শুধু তাই নয়, জানাতে চওয়া হল তাঁর ‘রেট চার্ট’। নিজের সমাজমাধ্যমের পাতায় মৃণ্ময় নামের জৈনক ব্যক্তির এই অসৎ উদ্দেশের কথা তুলে ধরেন অভিনেত্রী। পাশপাশি রীতিমতো ক্ষুব্ধ রূপাঞ্জনা। ইন্ডাস্ট্রিকে নিয়ে ক্ষোভ অভিনেত্রীর কণ্ঠে।

রূপঞ্জনা একা নন, ইন্ডাস্ট্রির অন্দরে বেশ কয়েকজনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানান অভিনেত্রী। এটা কি একটা চক্র? সেই সম্পর্কে জানতে আনন্দবাজার অনলাইনকে রূপাঞ্জনা বলেন, ‘‘এই প্রস্তাবটা পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালাল বৃতি যে কোন জায়গায় পৌঁছছে, তা ভাবা যায় না। আমি এর কড়া পদক্ষেপ নেব। আসলে এর পিছনে কোনও চক্র রয়েছে কি না সেটা জানা দরকার।’’

Advertisement

কী প্রস্তাব দেওয়া হয় রূপাঞ্জনাকে? মৃন্ময় নামের এক ব্যক্তি অভিনেত্রীকে কাজের অছিলায় মেসেজ পাঠান। কাজটা কী, জানতে চাইলে ওই ব্যক্তি রূপাঞ্জনাকে প্রস্তাব দেন এক ব্যবসায়ীর সঙ্গে সময় কাটানোর। জানতে চান অভিনেত্রীর পারিশ্রমিক। চূড়ান্ত অসম্মানিত বোধ করেন অভিনেত্রী। ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথনটি গোটা চিত্রটা তুলে পোস্ট করেন সমাজমাধ্যমে।

নিজের মত প্রকাশ করতে কখনও পিছপা হননি অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরে ‘সুগার ড্যাডি’-র কথা আগেই বলেছেন তিনি। রূপাঞ্জনার কথায়, ‘‘সব থেকে খারাপ লাগে এটা একটা প্রলোভনের ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। অল্প বয়সি ১৭-১৮ বছরের মেয়েরা আসছে কাজ করতে। তারা ফাঁদে পড়ছে। তবে শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, এই জিনিস সব জায়গায় ঘটছে। এটা একটা প্রজন্মের জন্য ক্ষতি।’’

বড় ব্যবসায়ীরা অল্পবয়সি মেয়েদের হাতে বহুমূল্যর ফোন, গয়না তুলে দিচ্ছেন বলেই জানান অভিনেত্রী। এই অভিজ্ঞতার পর অভিনেত্রী গলায় ক্ষোভ ঝড়ে পড়ল ইন্ডাস্ট্রি নিয়ে। তাঁর কথায়, ‘‘এ ভাবে চলতে থাকলে খুব সমস্যা, যাঁরা সৎ ভাবে কাজ করতে চান, তাঁরা কোথায় যাবে? দালালিটা এক রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এ রকম চলতে থাকলে ইন্ডাস্ট্রিটাকে মধুচক্রের ব্যবসা হিসাবে ঘোষণা করে দিতে পারে তো! আমি নিজের প্রোফাইলে এই পুরো ঘটনাটা পোস্ট করছি, যাতে ইন্ডাস্ট্রির লোকজন জানে।’’

এই প্রথম নয়, এর আগেও এই ধরনের প্রস্তাব পেয়েছেন তিনি। সরব হয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্দরের প্রথম সারির পরিচালকের বিরুদ্ধেও। অভিনেত্রীর আক্ষেপ, ‘‘তাতে কাজ হয়নি, বরং ইন্ডাস্ট্রি তাঁর গায়ে ঢলে পড়েছে। তবে এই অবস্থা বন্ধ করতে হবে, প্রশ্রয় দেওয়া চলবে না। নইলে অর্ধেক ইন্ডাস্ট্রি দালাল, অর্ধেক ইন্ডাস্ট্রি পতিতাবৃতিতে নাম লেখাবে!’’ বললেন রূপাঞ্জনা।

শেষে অভিনেত্রীর সংযোজন, এই ধরনের প্রস্তাব যে দিয়েছেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন