Rooqma Ray

Rooqma Ray: ‘কপাল পোড়া’ রুকমার? তৃতীয় ব্যক্তির কারণে বারে বারে সংসার ভাঙে তাঁর!

‘রুকমাও ‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য-গুনগুনের মধ্যে ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে ঢুকে পড়েছেন। তার বেলা?’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:২০
রুকমার সংসার ভাঙে কার কোপে

রুকমার সংসার ভাঙে কার কোপে

রুকমা রায়ের প্রেমজীবনে নাকি ভয়ানক বাধা! তৃতীয় ব্যক্তির কারণে বার বার তাঁর প্রেম, সংসার ভাঙে। বুধবার, অভিনেত্রীর অনুরাগীরা তেমনই আবিষ্কার করেছেন! তাঁরা তাঁর একাধিক ধারাবাহিকের ছবি তুলে ধরেছেন। সেখানে কবে, কাকে রুকমা ভালবেসেছিলেন তার হদিশ দিয়েছেন। পাশে জ্বলজ্বল করছে রুকমার পর্দার প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো চরিত্ররাও। এই দিয়েই আস্ত মিম বানিয়ে ফেলেছেন তাঁরা। সেখানে সবার আক্ষেপ, ‘কপাল পোড়া রুকমা দিদিইইই! রুকমাদি যা চায়, তাতেই অন্যের নজর লেগে যায়।’

উদাহরণ হিসেবে মিমে প্রথমেই বলা হয়েছে ‘কিরণমালা’ ধারাবাহিকের কথা। যেখানে রাজকন্যা ‘কিরণ’ ওরফে রুকমা ভালবেসেছিলেন রাজপুত্র পৃথ্বীরাজকে। সেখানে কিরণের পথের কাঁটা ‘বজ্রমালা’ ওরফে মধুবনী ঘোষ। দ্বিতীয় স্থানে ‘কুন্দফুলের মালা’। যেখানে ‘অংশু’ আর ‘ঘুঙুর’-এর মাঝে এসেছিল ‘শকুন্তলা’। এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, রুকমা এবং সোনালি চৌধুরী। এর পরে আরও অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন রুকমা। তবে এই মুহূর্তে চর্চায় স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের ‘রাজা-মাম্পি’ জুটি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমার রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। সেখানেও বাধা মাম্পির পর্দার তুতো বোন ‘নীলপাখি’ ওরফে স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়!

Advertisement
রুকমাকে নিয়ে মিম

রুকমাকে নিয়ে মিম

এর পরেই চোখে জল নিয়ে ছবিতে রুকমার প্রশ্ন, ‘একটা ধারাবাহিকেও কি শান্তিতে সংসার করতে পারব না আমি?’

মিম-স্রষ্টাদের রসিকতার নমুনায় একই সঙ্গে বিস্মিত এবং আপ্লুত রুকমার অনুরাগীরা। কেউ প্রশ্ন তুলেছেন, ‘রুকমাদির সঙ্গেই এটা কেন হয়’? কারওর মতে, ‘তিনি হয়তো এক সময় অন্যদের জ্বালিয়েছেন। তাই নিজেও এ ভাবে জ্বলছেন!' রুকমা যদিও এর আগে জানিয়েছেন, ‘দেশের মাটি’-সহ কোনও ধারাবাহিকেই তাঁকে ছোট করা হয়নি। পরিবারে সাধারণত যা যা দেখা যায়, ঠিক তাই-ই তুলে ধরার চেষ্টা করা হয় ছোট পর্দায়। তবে তার মধ্যেই মোক্ষম জবাব দিয়েছেন এক নেটাগরিক। তাঁর দাবি, ‘রুকমা নিজে ‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্য-গুনগুনের মধ্যে ‘তৃতীয় ব্যক্তি’ মাম্পি হিসেবে অনেক বার ঢুকে পড়েছেন। তার বেলা?’

Advertisement
আরও পড়ুন