Sushant Singh Rajput

সুশান্ত-কাণ্ড: ‘ভুয়ো’ প্রেসক্রিপশন মামলায় এক দিদিকে রেহাই দিল আদালত

অভিযোগ, সুশান্তের দুই দিদি মিতু ও প্রিয়ঙ্কা সিংহ নিষিদ্ধ কিছু ওষুধপত্র এনে দিতেন অভিনেতাকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫০
সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর দিদিরা

সুশান্ত সিংহ রাজপুত ও তাঁর দিদিরা

সুশান্তের দুই দিদির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী। সোমবার তাঁদের মধ্যে মিতু সিংহকে রেহাই দিল বম্বে হাইকোর্ট। খারিজ হল তাঁর বিরুদ্ধে করা এফআইআর। অভিযোগ, সুশান্তের দুই দিদি মিতু ও প্রিয়ঙ্কা সিংহ নিষিদ্ধ কিছু ওষুধপত্র এনে দিতেন অভিনেতাকে।
গত সেপ্টেম্বরে এফআইআর দায়ের হয় ৩ জনের বিরুদ্ধে। মিতু, প্রিয়ঙ্কা-সহ দিল্লিবাসী এক চিকিৎকও ছিলেন এই তালিকায়। সেই চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে ‘ভুয়ো’ প্রেসক্রিপশন বানানোর অভিযোগ তুলেছিলেন রিয়া। দাবি, মুম্বইবাসী সুশান্তের জন্য সুদূর দিল্লি থেকে প্রেসক্রিপশন তৈরি করে দেওয়ার পিছনে বিশেষ হাত ছিল এই চিকিৎসকের। এনডিপিএস আইনে (১৯৮৫) সেই ওষুধগুলি নাকি নিষিদ্ধ। মিতু ছাড়া বাকি দু’জন এখনও আদালতের কাঠগড়ায়।
তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর মিতু এবং প্রিয়ঙ্কা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। এফআইআর-গুলি খারিজ করে দেওয়ার দাবি জানান তাঁরা। সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংহ জানিয়েছেন, মিতু, প্রিয়ঙ্কা ও চিকিৎসকের বিরুদ্ধে হওয়া মামলাগুলি বেআইনি। তাঁরা এর বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রস্তুত।

Advertisement
Advertisement
আরও পড়ুন