Rani Mukerji

দশটি বছর পার, তবু কেউ চেনে না আদিরাকে! ছবিশিকারিদের থেকে কী ভাবে মেয়েকে দূরে রাখেন রানি?

রানি মুখোপাধ্যায়ের মেয়ের বয়স ১০ প্রায়। এতগুলি বছর কেটে গিয়েছে, এখনও এই তারকাসন্তান লোকচক্ষুর আড়ালে। প্রায় অসম্ভব এই কাজটি কী ভাবে সম্ভব করলেন রানি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:৫১
Rani Mukerji shares how she managed to protect her daughter from Paparazzi

মেয়ে আদিরার সঙ্গে রানি মুখোপাধ্যায় ছবি: সংগৃহীত।

২০১৫ সালে মা হন রানি মুখোপাধ্যায়। প্রায় ১০ বছর বয়স হতে চলল রানি ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরা চোপড়ার। এখনও সমাজমাধ্যমে মেয়ের কোনও ছবি দেননি। এমন কী এত গুলো বছর হয়ে গিয়েছে তা-ও মেয়েকে রেখেছেন লোকচক্ষুর আন্তরালে। আজকের পৃথিবীতে যা প্রায় অসম্ভব কাজ। এই মুহূর্তে মুম্বইয়ে যেখানে ছবিশিকারিদের বাড়বাড়ন্ত এমনই পর্যায়ে যে তারকারা প্রায় আতঙ্কে থাকেন। সেই সময়ও মেয়েকে সকলের নজরের আড়ালে রেখেছেন অভিনেত্রী। কী ভাবে এটা সম্ভব করলেন, নিজেই জানালেন রানি।

Advertisement

বাবা-মা খ্যাতনামী হলে তাঁদের খ্যাতির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে সন্তানেরা। ছোটবেলা থেকেই আর পাঁচটি শিশুর তুলনায় আলাদা খাতির পায় তারকাসন্তানরা। এই ব্যাপারটি একেবারেই অপছন্দ রানির। তিনি নাকি মেয়েকে ‘ছাপোষা’ জীবনের স্বাদ দিতে চান। শুধু তিনিই নন, আদিত্যও এ বিষয়ে একমত। এখনই প্রচারের আলোয় এনে মেয়েকে বিব্রত করতে চান না তাঁরা।

রানি জানিয়েছেন, মেয়েকে সাধারণ ভাবে বড় করতে চান। ওর বাবা-মা যে বিশেষ কেউ— এ কথা জানিয়ে সচেতন করে দিতে চান না। একেবারে সাধারণ জীবন দিতে চান মেয়েকে। যদিও এক সাক্ষাৎকারে রানি বলেন, “আমি সবিনয়ে অনুরোধ করি ছবি না তোলার জন্য। কিন্তু তাঁরা আমার চোখটা দেখে কিছু আন্দাজ করতে পারেন ছবিশিকারিরা, আর তোলেন না।’’

Advertisement
আরও পড়ুন