Ram Gopal Varma

গ্রেফতার হতে পারেন রামগোপাল বর্মা! কোন অপরাধে তাঁর বাড়িতে পৌঁছল পুলিশ?

সপ্তাহের প্রথম দিন সোমবার অন্ধ্রপ্রদেশ পুলিশ পৌঁছল রামগোপাল বর্মার বাড়িতে। হয়তো গ্রেফতার হতে পারতেন তিনি। কিন্তু বাড়ি ছেড়ে কোথায় গেলেন পরিচালক?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৪০
রামগোপালের বাড়িতে পুলিশি হানা।

রামগোপালের বাড়িতে পুলিশি হানা। ছবি: সংগৃহীত।

প্রায় প্রতি দিনই কোনও না কোনও বিতর্কের জন্ম দিয়ে থাকেন বলিউডের পরিচালক রামগোপাল বর্মা। মাঝেমাঝেই চলচ্চিত্র জগৎ নিয়ে মন্তব্য করেন, নানা রকম কথা বলেন সহকর্মীদের সম্পর্কে। এ বার সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাটানি! সপ্তাহখানেক আগে এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেই সোমবার অন্ধ্রপ্রদেশ পুলিশ পৌঁছয় তাঁর বাড়িতে। হয়তো গ্রেফতার হতে পারতেন তিনি। কিন্তু তার আগেই বাড়ি ছেড়েছেন পরিচালক। এই মুহূর্তে কোয়েম্বত্তূরে রয়েছেন তিনি।

Advertisement

রামগোপাল বর্মার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, তাঁর ছেলে নারা লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সামাজিক সম্মান নষ্ট করার অভিযোগ এনেছেন টিডিপি মণ্ডলের সম্পাদক রামলিঙ্গম। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। টিডিপি-র প্রতিষ্ঠাতা প্রয়াত নন্দমুরি তারক রামা রাও (এনটিআর)-কে নিয়ে ছবি তৈরি করেন রামগোপাল, যার প্রেক্ষাপট ছিল তাঁর রাজনৈতিক পতন। রামগোপাল বর্মার সর্বশেষ ছবি, ‘ব্যূহম’ নির্মিত হয় ২০০৯ সালে কপ্টার দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে।

আরও পড়ুন
Advertisement