Rakhi Sawant-Adil Khan durrani

চুরি, মারধরের অভিযোগ, গ্রেফতার রাখি সবন্তের স্বামী আদিল দুরানি

পুলিশের কাছে স্বামীর নামে অভিযোগ জানান রাখি সবন্ত। কাজও হল চটজলদি। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিনেত্রীর স্বামী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৮
Rakhi Sawant husband Adil Durrani arrested here is the reason

মঙ্গলবার আদিল দুরানিকে গ্রেফতার করে ওশিওয়াড়া থানার পুলিশ। ফাইল চিত্র।

সোমবার রাতেই স্বামী আদিলের বিরুদ্ধে ওশিওয়াড়া থানায় অভিযোগ জানান, রাখি সবন্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাখির স্বামীকে আদিল দুরানিকে গ্রেফতার করল ওশিওয়াড়া থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদিলের বিরুদ্ধে এফআইআর রুজু করেন রাখি। সম্পত্তি চুরি, বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ রয়েছে আদিলের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার রাখির বাড়িতে আসেন আদিল, সেই সময় পুলিশ আটক করে তাঁকে। সোমবার বিবাহবিচ্ছেদ ঘোষণা করার পরই থানায় গিয়ে নিরাপত্তা চান অভিনেত্রী। আলোকচিত্রীদের সামনে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। রাখির দাবি, আদিল তাঁকে রীতিমতো মারধর করতেন। রাখি নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন আদিলকেই। তিনি জানান, মায়ের অস্ত্রোপচারের জন্য সঠিক সময়ে টাকা দেননি আদিল। সেই কারণেই মাকে হারিয়েছেন তিনি। আট মাসে নাকি তিনটে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী। আলোকচিত্রীদের সামনেই কাঁদতে কাঁদতে বলেন, বিয়ের উপর ভরসা উঠে গিয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন