rajkumar rao

Rajkumar-patralekhaa: দুধ সাদা গাউন, মুখ ঢাকা ওড়নায়, রাজকুমারকে ফের বিয়ে করলেন পত্রলেখা?

শোনা যাচ্ছে, হিন্দু মতে বিয়ের পরে খ্রিস্টান মতেও বিয়ে সেরেছেন বলিউডের নতুন তারকা-দম্পতি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৭:৪২
নতুন সংসার শুরু করেছেন রাজকুমার-পত্রলেখা।

নতুন সংসার শুরু করেছেন রাজকুমার-পত্রলেখা।

টুকটুকে লাল বেনারসি, গা-ভরা গয়না, মাথায় ভারী কাজের ওড়না, তাতে বাংলায় লেখা প্রেমের চিঠি— ষোলো আনা বাঙালি সাজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পত্রলেখা। চোখ ভরে দেখেছিলেন তাঁর রাজকুমার।

বঙ্গতনয়ার অঙ্গে এ বার দুধসাদা গাউন। মুখ ঢাকা থাকল সাদা রঙের ওড়নায়(ভেইল)। সঙ্গে মানানসই হালকা গয়না। হরেক ভঙ্গিতে লেন্সবন্দি হলেন রাজকুমার রাওয়ের ‘স্ত্রী’। পর্দায় নয়, বাস্তবে। সাধারণত খ্রিস্টান মতে বিয়েতে এ ভাবে সাজেন কনেরা। শোনা যাচ্ছে, হিন্দু মতে বিয়ের পরে খ্রিস্টান মতেও বিয়ে সেরেছেন বলিউডের নতুন তারকা-দম্পতি। ইনস্টাগ্রামে যদিও এখনও এই অনুষ্ঠানের কোনও ছবি পোস্ট করেননি পত্রলেখা বা রাজকুমার কেউই।

Advertisement

সম্প্রতি কাছের মানুষদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নবদম্পতি। পরিবারের সদস্যদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন নৃত্যপরিচালক ফারহা খান।

গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ের এক বিলাসবহুল হোটেলে রাজকুমারের গলায় মালা দিয়েছেন পত্রলেখা। ১১ বছরের প্রেম পরিণতি পেয়েছে সংসারে। শেষমেশ ‘স্ত্রী’-র হাতে ধরা দিয়েই দিলেন রাজকুমার!

Advertisement
আরও পড়ুন