New Bollywood Movie

আবার হাসাতে চান রাজ, তবে মণীশ না হলে ‘যুগ যুগ জিয়ো ২’ হবে না, বলে দিলেন সাফ

আসছে সিক্যুয়েল। ‘যুগ যুগ জিয়ো ২’তে আবারও মণীশকে চান রাজ, কিন্তু তাঁর নাকি সময়ই হচ্ছে না! সে নিয়ে এক রসিক আসর নেটদুনিয়ায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৫
‘যুগ যুগ জিয়ো’তে নজর কেড়েছিলেন মনীশ।

‘যুগ যুগ জিয়ো’তে নজর কেড়েছিলেন মনীশ।

এত বলিউড ছবির ভিড়ে এ বছর নিখাদ হাসির খোরাক জুগিয়েছে একটিই ছবি, ‘যুগ যুগ জিয়ো’। নামের মতোই সে ছবিকে যুগে যুগে ফিরিয়ে আনতে চাইছেন পরিচালক রাজ মেহতা। তবে তার জন্য যে বিশেষ প্রয়োজন অভিনেতা মনীশ পালকে, সে কথা খোলাখুলি বলে ফেললেন পরিচালক।

ছবিতে অনিল কপূর, বরুন ধবন, কিয়ারা আডবানীর মতো অভিনেতার পাশাপাশি নজর কেড়েছিলেন মণীশ। তাঁর প্রাণবন্ত উপস্থিতি, উদ্যমী মনোভাব একত্রিত হয়ে নিখাদ বিনোদন দিয়েছিল দর্শককে। তাঁর ভক্ত সংখ্যাও বিপুল বেড়েছে এ ছবির পর। তাই সিক্যুয়েলেও চরিত্রটি বাঁচিয়ে তুলতে চাইছেন রাজ।

Advertisement

ইনস্টাগ্রামে এক লাইভ আসরে পরিচালক ‘যুগ যুগ জিয়ো ২’-এর কথা নিশ্চিত করলেন। জানতে চাইলেন মণীশ কবে সময় দিতে পারবেন। এতেই ফের হইচই পড়ল। কবে আসছে দ্বিতীয় ভাগ? জানতে চাইলে রাজ বললেন, “সবই তো ঠিকঠাক, শুধু গুরপ্রীতের ডেট পাওয়া যাচ্ছে না।” প্রসঙ্গত, ‘যুগ যুগ জিয়ো’তে মণীশের চরিত্রের নাম গুরপ্রীত। পরিচালকের মুখে এমন রসিক মন্তব্য শুনে দু’য়ে দু’য়ে চার করে নেন ভক্তরা।

উত্তরে মণীশ আবার ছবিরই এক মজাদার দৃশ্যের অনুকরণে করজোড়ে রাজের উদ্দেশে বলেন, “মেরি ডেটস? স্যার অল ফর ইউ। তিজোরি মে রাখি বিয়ার তো নাহি পাই গয়ে?”

বর্তমানে, অনেক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’ সিজন ১০-এ সঞ্চালনা করছেন মনীশ। ভালবাসায় ভরছেন সেখানেও। হাতে রয়েছে ওয়েব সিরিজের কাজও।

Advertisement
আরও পড়ুন