Radhika Apte

‘মা হতে চাইনি, উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছি,’ মাতৃত্ব নিয়ে কী বললেন রাধিকা আপ্তে?

মা হচ্ছেন, খবর গোপনই রাখতে চেয়েছিলেন রাধিকা। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের মাতৃত্ব সফরকে কেন 'বোকামি' বলেই সম্বোধন করেছেন রাধিকা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২০:০১
Radhika Apte Reveals She and Her Husband did not want to have kids

মা হওয়ার পর কী অনুভূতি রাধিকার? ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা। অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী কায়দায় করেছেন তিনি। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। সেখানেই প্রকাশ্যে আসে তাঁর স্ফীতোদরের ছবি। তবে এই খবর গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। এমনকি অভিনেত্রী জানান, তিনি মা হতেও চাননি। নিজের মাতৃত্ব সফরকে 'বোকামি' বলেই সম্বোধন করেছেন রাধিকা।

Advertisement

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তাঁর স্বামী কোনও ভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না ভেবে!’’

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এ সব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।”

Advertisement
আরও পড়ুন