rachana banerjee

Prosenjit-Rachana: ১১ বছর পরে রচনার ‘ঘরে’ প্রসেনজিৎ, জুটিতে ফিরছেন?

৩৫টি ছবিতে নায়ক-নায়িকা তাঁরা। ছোট পর্দাতেও একবার জুটি বেঁধেছিলেন। আবার ফিরছেন প্রসেনজিৎ-রচনা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৫:১২
রচনা বন্দ্যোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

রচনা বন্দ্যোপাধ্যায়-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

৩৫টি ছবি নায়ক-নায়িকা। পেশার খাতিরে একসঙ্গে অনেক ভাল মুহূর্ত কাটিয়েছেন। উত্থান-পতনও দেখেছেন। ১১ বছর পরে নায়িকার ঘরে আবার পা রাখলেন নায়ক! নিমেষে স্মৃতির ভিড় দু’জনের মনেই। কাজ ভুলে সোমবার তাঁরা অনায়াসে ফিরে গিয়েছিলেন হারানো দিনে। তার পরেই ফেসবুক লাইভে একসঙ্গে ঘোষণা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-রচনা বন্দ্যোপাধ্যায়ের। ফিরছেন, তাঁরা ফিরছেন!

নতুন কোনও শো-তে ফের জুটি বাঁধছেন তাঁরা?

Advertisement

লাইভ বলছে, ১৪ জুন জি বাংলার ‘দিদি নম্বর ১’-এ অংশ নিচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গী ‘আয় খুকু আয়’-এর টিম। সোমবারের লাইভ আড্ডায় তাই পাশাপাশি টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ আর ‘দিদি নম্বর ১’। ৩৫টি ছবির নায়ককে বহু দিন পরে পাশে পেয়ে উচ্ছ্বসিত রচনা। লাল শাড়িতে রোজের মতোই ঝলমলে সঞ্চালিকা। পর্দার ‘নির্মল মণ্ডল’ সুপুরুষ কালো শার্ট, ধূসর ট্রাউজার, ওয়েস্ট কোটে।

লাইভে এসে স্মৃতিকাতর দু’জনেই। সেই স্মৃতি জুড়তে জুড়তেই প্রসেনজিৎ জানিয়েছেন, ১১ বছর পরে আবার তাঁরা ক্যামেরার মুখোমুখি। যদিও শ্যুট করেছেন কম। জমাটি আড্ডা, গান, নাচেই সময় কাটিয়ে ফেলেছেন! তবু বহু দিন পরে একসঙ্গে সময় কাটিয়ে খুশি তিনি। আশা, এই রসায়ন দর্শকদেরও ভাল লাগবে। রচনার কথায়, ১৭ জুন মুক্তি পাচ্ছে বুম্বাদা-দিতিপ্রিয়া রায়ের ‘আয় খুকু আয়’। তাই তাঁর ‘ঘরে’ ছবির প্রচারে ‘বুম্বাদা’। শ্যুটের পাশাপাশি অভিনেতা আগের মতোই খুনসুটিতে মাতিয়েছেন সবাইকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন