Kartik Aaryan

‘সাফল্য মাথায় চড়ে বসেছে, সম্পর্কের কথা ভুলে গিয়েছে ও’, কার্তিককে নিয়ে বিস্ফোরক ‘পুরনো বন্ধু’

বলিউডের বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন কার্তিক নাকি চিনতেই পারেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৮:১৫
Producer Sandeep Singh claims that Kartik Aryan forgot him

কার্তিক আরিয়ান। ছবি-সংগৃহীত।

এক সময়ে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। বলিউডের বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন কার্তিক নাকি চিনতেই পারেন না। খ্যাতি পাওয়ার পরে পুরনো বন্ধুকে ভুলে গিয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করলেন প্রযোজক সন্দীপ সিংহ।

Advertisement

রমেশ তৌরানি ও ভূষণ কুমারের মতো প্রযোজকের সঙ্গে কার্তিকের পরিচয় করিয়ে দিয়েছিলেন সন্দীপ। তিনি বলেন, ‘‘নিজের ছবি ‘সফেদ’-এর ঝলক কার্তিককে পাঠিয়েছিলাম। ও সেটা শেয়ার পর্যন্ত করেনি। হয়তো যখন ও তারকা হয়ে ওঠেনি, তখন বকাঝকা করেছিলাম। কিন্তু সেটা কি কেউ মনে রেখে দেয়? তখন কেন কিছু বলল না?’’

সন্দীপ জানান যে তিনি ভেবেছিলেন নামী তারকা হয়ে ওঠার পরে কার্তিক এসে একদিন বলবেন, ‘‘আমি জানি, তোমার প্রতিভা আছে। চলো, একসঙ্গে কাজ করি।’’ সন্দীপ এ বিষয়ে কার্তিক সম্পর্কে বলছেন, ‘‘ও এক বারও একসঙ্গে কাজ করার কথা বলেনি। ও এসেছিল এক জন অভিনেতা হতে। কিন্তু এখন সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। ও আসলে ভাল ছেলে। কিন্তু সাফল্য ওর মাথায় চড়ে বসেছে।’’

বন্ধুত্বের কথা মনে করানোর জন্য প্রায়ই পুরনো ছবি কার্তিককে পাঠান সন্দীপ। তাঁর কথায়, ‘‘আমি ওকে আমাদের পুরনো ছবি পাঠাতে থাকি। কিন্তু সেগুলি দেখেও কিছুই বলে না। আমি ওকে বলতে চাই, সময় বদলে যায়। কিন্তু সম্পর্ক একই থেকে যায়। ছবিশিকারিদের সামনে ওর আচরণ আমি দেখি। আমি যে কার্তিককে চিনতাম, সে এমন ছিল না।’’

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতেরও ভাল বন্ধু ছিলেন বলে দাবি করেছিলেন সন্দীপ। যদিও সুশান্তের পরিবারের কেউই তাঁকে চিনতেন না বলে জানিয়েছিলেন। সুশান্তের অনুরাগীরাও দাবি করেছিলেন, সন্দীপ মিথ্যে বলছেন। সেই নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছিল।

Advertisement
আরও পড়ুন