Priyanka Chopra

সব ভুলে গিয়েছেন প্রিয়ঙ্কা! নতুন বছরে কাজে ফিরতে কোন সমস্যার মুখোমুখি অভিনেত্রী?

প্রিয়ঙ্কা ভুলেই গিয়েছেন কোন কোন কাজ করতে হবে তাঁকে। এ হল এক ধরনের মানসিক অবস্থা। যেখানে সত্যিই আর কাজে ফিরতে ইচ্ছে করে না। প্রিয়ঙ্কাও ভুগছেন সেই সমস্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
Image of Priyanka Chopra

নতুন বছরের শুরুতেই বিপদে পড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

সারা বছর কাজ করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। আর কাজে ফিরতেই মন চাইছে না তাঁর! তেমনই জানালেন অনুরাগীদের।

Advertisement

গত একটা বছর অভিনেত্রী ব্যস্ত ছিলেন নানা কাজে। দীর্ঘ দিন বিদেশে শুটিং করছিলেন ‘সিটাডেল’-এর পরবর্তী পর্বের। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে। সে কাজ অবশ্য শেষ হয়েছে গত বছর। বছরশেষে সপরিবার বেড়াতে গিয়েছিলেন লম্বা ছুটিতে। নতুন বছরের শুভেচ্ছা-সহ একগুচ্ছ ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। কোনওটিতে নিজের অবসর যাপনের ছবি, কোনওটিতে স্বামী নিক জোনাসের সঙ্গে বিশেষ মুহূর্ত, কোথাও মেয়ের কার্টুন দেখার ভিডিও। অনুরাগীরাও খুশি প্রিয়ঙ্কার দারুণ সব ছবি দেখে।

Priyanka chopra shares hilarious meme about returning to work post holiday season

প্রিয়ঙ্কা ভাগ করে নিয়েছেন এই রিল। ছবি: সংগৃহীত।

কিন্তু এ বার কাজে ফেরার পালা! ৬ জানুয়ারি দুপুরে প্রিয়ঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন একটি ছোট্ট মিম ভিডিয়ো। সেই রিলে দেখানো হয়েছে ‘লর্ড অফ রিংস’-এর ‘গ্যানডলফ্’ বলছে, “এখানকার কিছুই আমার আর মনে নেই।” রিলের ভিতরে লেখা, ‘ছুটি কাটিয়ে কাজে ফিরতে চলেছি’। বোঝাই যাচ্ছে, অবসরযাপনে এমন নিমগ্ন ছিলেন প্রিয়ঙ্কা, যে ভুলেই গিয়েছেন কোন কোন কাজ করতে হবে তাঁকে। এ হল এক ধরনের মানসিক অবস্থা। যেখানে সত্যিই আর কাজে ফিরতে ইচ্ছে করে না। প্রিয়ঙ্কাও ভুগছেন সেই সমস্যায়। লড়াই করছেন মনের সঙ্গে। কারণ নতুন বছরে নতুন কাজ তাঁকে করতেই হবে।

২০২৪ সালে অনেক কাজ করেছেন প্রিয়ঙ্কা। ‘দ্য ব্লাফ’ এবং ‘সিটাডেল’-এর শুটিং শেষ করেছেন। মনে করা হচ্ছে নতুন বছরেই বলিউডে ফিরছেন নায়িকা। সম্প্রতি জানা গিয়েছে, এসএস রাজামৌলির সঙ্গে মহেশবাবুর বিপরীতে একটি ছবিতে দেখা যেতে পারে প্রিয়ঙ্কাকে। ছবিটি জঙ্গল অভিযান সংক্রান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন