Meera Chopra

প্রিয়ঙ্কা-পরিণীতির ভালমানুষি নাকি লোক দেখানো! আসলে তাঁরা কেমন, জানালেন বোন মীরা

এক বোন ‘বিগ বস্ ১৭’-র প্রতিযোগী। এ বার দুই বড় দিদি প্রিয়ঙ্কা-পরিণীতিকে নিয়ে মুখ খুললেন আরেক সম্পর্কিত বোন অভিনেত্রী মীরা চোপড়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭
Priyanka Chopra Parineeti Chopra cousin didn\\\'t helped Meera chopra to get role in Bollywood

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া-পরিণীতি চোপড়া, মীরা চোপড়া (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এক দিদি দেশের অন্যতম খ্যাতনামী অভিনেত্রী। শুধু ভারতেই নয়, তাঁর খ্যাতি এখন বিশ্বজুড়ে। হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ইতিমধ্যেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। অন্য দিকে, পরিণীতি চোপড়াও বলিউডে কম জনপ্রিয় নন। সম্প্রতি রাজ্যসভার এক সাংসদকে বিয়ে করেছেন পরিণীতি। চোপড়া পরিবারের দুই মেয়ে বলিউডে সফল। তবে তাঁদের বোন হয়ে বিশেষ সুবিধা করতে পারেননি মীরা চোপড়া। দিন কয়েক আগেই প্রকাশ্যে আসেন পরিণীতি-প্রিয়ঙ্কার সম্পর্কিত বোন মন্নারা চোপড়া। তিনি এই মুহূর্তে ‘বিগ বস্ ১৭’-র প্রতিযোগী। এ বার দুই বড় দিদিকে নিয়ে মুখ খুললেন আরেক সম্পর্কিত বোন অভিনেত্রী মীরা চোপড়া। তাঁর মতে, দিদিরা দু’জনেই ভাল অভিনেত্রী, তবে বোন হিসাবে কোনও সাহায্যই নাকি পাননি তাঁদের কাছ থেকে।

Advertisement

২০১৬ সালে '১৯২০: লন্ডন' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘সফেদ’। তার আগেই দুই দিদিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতির পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনও যোগাযোগ নেই। ‘হাসি তো ফাসি’ ছবিটির সময় থেকেই পরিণীতি নাকি দূরত্ব বজায় রাখতেন। তুলনায় অনেক বেশি প্রিয়ঙ্কার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা। অভিনেত্রীর কথায়, ‘‘প্রিয়ঙ্কার পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল, এমনিতে ভাল ভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনও সাহায্য পাইনি।’’

Advertisement
আরও পড়ুন