Priyanka Chopra

Priyanka-Nick: সত্যিই কি নিকের সঙ্গে বিচ্ছেদ? ফাঁস করলেন প্রিয়ঙ্কা চোপড়া

তবে কি বিদেশি স্বামীর সঙ্গে বিয়ে ভাঙছে ‘দেশি গার্ল’-এর? বেশ ক’দিন মুখে কুলুপ এঁটে থেকে অবশেষে মুখ খুললেন প্রিয়ঙ্কা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৩:১৭
তারকা দম্পতি নিক এবং প্রিয়ঙ্কা

তারকা দম্পতি নিক এবং প্রিয়ঙ্কা

বিয়ে ভাঙছে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাসের? কেন নেটমাধ্যমে নিজের নাম থেকে নিকের পদবী সরিয়ে দিয়েছেন ‘পিগি চপস’? এ কি বিচ্ছেদের ইঙ্গিত? প্রশ্নের বন্যায় তোলপাড় বলিউড। ভাবনায় পড়েছেন অনুরাগীরা। বেশ ক’দিন মুখে কুলুপ এঁটে থাকার পরে অবশেষে এ নিয়ে মুখ খুললেন ‘দেশি গার্ল’ নিজেই!

রাজকীয় বিয়ের দু’বছরের মাথায় কিছু দিন আগে ইনস্টাগ্রামে নিজের নাম থেকে ‘জোনাস’ সরিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি এখন শুধুই প্রিয়ঙ্কা চোপড়া। একই ইউজার নেম রয়েছে তাঁর টুইটারেও। ইনস্টাগ্রামে নাম বদল টের পেতেই শোরগোল পড়ে যায় অনুরাগী মহলে। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের আগে একই পথে হেঁটেছিলেন তেলুগু তারকা দম্পতি সামান্থা প্রভু এবং নাগা চৈতন্য। তবে কি বিদেশি স্বামীর সঙ্গে বিয়ে ভাঙছে ‘দেশি গার্ল’-এর? তুমুল জল্পনা বলি পাড়া থেকে অনুরাগী মহল সর্বত্রই। নিককে প্রিয়ঙ্কার প্রেমের বার্তা থেকে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া স্বয়ং গুজব উড়িয়ে দেওয়ার পরেও গুঞ্জন থামেনি এতটুকুও। বরং সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম তাঁকে নিকের স্ত্রী বলায় প্রিয়ঙ্কার চটে যাওয়া আরও খানিক ঘি ঢেলেছে চর্চার আগুনে।

Advertisement

অতএব শেষমেশ আসরে নামতে হয়েছে ‘পিগি চপস’কেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে হাটে হাঁড়ি ভেঙেছেন ‘বরফি’র ‘ঝিলমিল’। যাবতীয় বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিয়ঙ্কা চোপড়া হয়েছেন তিনি। এতে আর কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই। বরং উল্টে নাম বদল নিয়ে এতশত চর্চা যেন খানিক বিব্রতই করেছে ‘ম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীকে।

প্রিয়ঙ্কা বিরক্ত হোন বা না হোন, ভক্তকুল স্বস্তিতে। ‘দেশি গার্ল’-এর বিয়ে টিকে রয়েছে যে!

Advertisement
আরও পড়ুন