Prateek Kuhad

নতুন গান নিয়ে কলকাতায় আসছেন প্রতীক কুহড়, দেশজুড়ে দু’মাসে ঘুরবেন ১৫টি শহর!

বিদেশে প্রশংসা পেয়ে এ বার নতুন গান নিয়ে দেশে আসছেন সঙ্গীতশিল্পী প্রতীক কুহড়। দু’মাসে ১৫টি শহর ঘুরবেন তিনি। গান গাইবেন শহরে শহরে। কবে আসছেন, কোথায়?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৩
আগামী ২ মাস ধরে দেশের ১৫টি শহরে ঘুরবেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী প্রতীক।

আগামী ২ মাস ধরে দেশের ১৫টি শহরে ঘুরবেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী প্রতীক।

বিশ্ব পরিক্রমার পর দেশে ফিরছে প্রতীক কুহড়ের সাড়া ফেলা নতুন গানের অ্যালবাম ‘দ্য ওয়ে দ্যাট লাভার্স ডু’। আগামী ২ মাস ধরে দেশের ১৫টি শহরে ঘুরবেন জনপ্রিয় সঙ্গিতশিল্পী প্রতীক। পারফর্ম করবেন প্রতিটি শহরে। নিজের দেশে এটিই এ পর্যন্ত তাঁর বৃহত্তম সফর হতে চলেছে।

১১ ট্র্যাকের স্টুডিয়ো অ্যালবাম ‘দ্য ওয়ে দ্যাট লাভার্স ডু’ প্রকাশিত হয়েছিল চলতি বছর ১১ মে। মানুষে-মানুষে প্রেম, বন্ধুত্ব, সংযোগের কথা সুর হয়ে ভেসেছে সেই সব গানে।তবে প্রতীকের গান শোনার উন্মাদনা তো সেই কবে থেকেই। ‘জাস্ট আ ওয়ার্ড’, ‘কোল্ড/মেস’, ‘কসুর’— নতুন নতুন চমকে ভরিয়ে দিয়েছেন শিল্পী। তেমনই গানের ভিডিয়োগুলিও দেখে দেখে আশ মেটে না অনুরাগীদের। আগামী ২৯ অক্টোবর থেকে দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে গানের ঝুলি উজাড় করে দেবেন প্রতীক। তাঁর কণ্ঠেই শোনা যাবে প্রিয় গান। শুরুটা হবে মুম্বইয়ে। সফর শেষ হবে ১৮ ডিসেম্বর, গোয়াতে।

Advertisement

কোন কোন শহর ঘুরবেন সঙ্গীতশিল্পী? তার একটি তালিকাও প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রয়েছে— পুণে, চেন্নাই, হায়দরাবাদ, চন্ডীগড়, দিল্লি, সুরাট, আহমেদাবাদ, লখনউ, জয়পুর, গুয়াহাটি, কলকাতা, ইন্দোর এবং বেঙ্গালুরু।

Advertisement
আরও পড়ুন