Salman Khan

উর্বশীর ‘ডাকু মহারাজ’ এ বার হিন্দিতে? নন্দমুরি অভিনীত ডাকাতের চরিত্রে সলমন!

অভিনেত্রীর মতে, ডাকাবুকো ডাকাতের চরিত্রে সলমন ছাড়া বলিউডের অন্য কাউকে তিনি ভাবতেই পারেন না। লড়াইয়ের দৃশ্য হোক বা ঘোড়ায় চড়ার দৃশ্য, সলমনের জুড়ি মেলা ভার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:১৮
Pragya Jaiswal says that Salman Khan is best for Daku Maharaj’s Hindi version

‘ডাকু মহারাজ’-এর হিন্দি ছবিতে সলমন খান? ছবি: সংগৃহীত।

দক্ষিণী ছবি ‘ডাকু মহারাজ’ নিয়ে চর্চা হয়েছে বিস্তর। বিশেষ করে ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে উর্বশী রাউতেলার জুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে তাঁদের ‘দাবিডি দিবিডি’ গানের বিরুদ্ধে অশালীনতা প্রদর্শনের অভিযোগও তুলেছেন নেটাগরিকেরা। যদিও উর্বশীর দাবি, বক্স অফিসে ব্যাপক ভাবে সফল এই ছবি। ডাকু মহারাজের চরিত্রে অভিনয় করেছেন নন্দমুরি বালাকৃষ্ণ। বলিউডে এই চরিত্রে কে সবচেয়ে মানানসই? প্রশ্ন করা হয়েছিল ‘ডাকু মহারাজ’ ছবির আর এক অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়ালকে। এক মুহূর্ত না ভেবেই সলমন খানের নাম উল্লেখ করেন তিনি।

Advertisement

অভিনেত্রীর মতে, ডাকাবুকো ডাকাতের চরিত্রে সলমন ছাড়া বলিউডের অন্য কাউকে তিনি ভাবতেই পারেন না। লড়াইয়ের দৃশ্য হোক বা ঘোড়ায় চড়ার দৃশ্য, সলমনের জুড়ি মেলা ভার। প্রজ্ঞা সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় সলমন খান স্যরকে ডাকাতের চরিত্রে দারুণ লাগবে। এই ছবিতে ঘোড়ায় চড়ার বহু দৃশ্য রয়েছে, যেটায় সলমন স্যর খুবই দক্ষ। এই চরিত্রকে সত্যিই জীবন্ত করে তুলতে পারেন তিনি।”

নন্দমুরির ‘ডাকু মহারাজ’ নিয়েও কথা বলেন প্রজ্ঞা। এই ছবিতে অভিনয় নিয়ে প্রথমে কিছুটা ধন্দে ছিলেন তিনি। পরিচালকের কাছে ছবির কথা শুনে প্রাথমিক ভাবে কিছুটা ভয় পেয়েছিলেন, কারণ ছবিতে তাঁর চরিত্রটি অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বেশ কিছু কঠিন দৃশ্য ছিল তাঁর। প্রজ্ঞা বলেছেন, “অবশেষে বুঝলাম, অভিনেতা হিসাবে এই চরিত্রে সুযোগ পাওয়া কিন্তু একটা বড় ব্যাপার। আমার অভিনীত অন্য চরিত্রগুলির থেকে এই চরিত্র অনেকটাই অন্য রকম ও কঠিন। এমন কঠিন চরিত্রে কাজ করে আমি খুশি।” এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওলও। বক্স অফিসে ১০০ কোটির উপর ব্যবসা করেছে ছবিটি।

Advertisement
আরও পড়ুন