nusrat jahan

Nusrat Jahan: সপ্তাহান্তের আনন্দে লাল ঠোঁটে পাউট করে দেখালেন হবু মা নুসরত

ভিডিয়োয় দেখা যাচ্ছে, চোখে কাজল, মুখে মেকআপ করে ঠোঁটে লাল রঙের লিপস্টিক পরেছেন নুসরত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৪:০৯
অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

আনন্দে আছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। কয়েক মাসের মধ্যেই মা হবেন তিনি। এখন তো আনন্দেরই সময়। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ন’মাসে নিজেকে নানা ভাবে ভাল রাখছেন তিনি, সঙ্গে তাঁর অনাগত সন্তানকেও। কখনও পেটপুজো করে, কখনও আবার কলকাতা শহর থেকে দূরে সবুজের মধ্যে, কখনও আবার পোষ্যের সঙ্গে সময় কাটিয়ে। আর তারই প্রকাশ নুসরতের ইনস্টাগ্রামে।

মাঝে মাঝেই গাড়িতে বসে একাধিক ছবি, ভিডিয়ো দিয়ে থাকেন নায়িকা। ইতিবাচক বার্তাও দেন। শনিবারও তার ব্যতিক্রম নেই। মাস কয়েকের বিরতির পর পাউট করে দেখালেন অভিনেত্রী।

Advertisement
নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

ভিডিয়োয় দেখা যাচ্ছে, চোখে কাজল, মুখে মেকআপ করে ঠোঁটে লাল রঙের লিপস্টিক পরেছেন নুসরত। আর তাঁর অনুরাগীদের পাউট করে দেখালেন। নীচে লিখলেন, ‘হ্যাপি উইকেন্ড’। সপ্তাহান্তের আনন্দের আমেজ টের পাওয়া গেল তাঁর সাম্প্রতিকতম পোস্টে।

Advertisement
আরও পড়ুন