Nushrratt Bharuccha

ঘুম ভাঙল বোমার শব্দে, ঘণ্টার পর ঘণ্টা কাটে বেসমেন্টে! ইজ়রায়েলের আতঙ্ক কাটছে না নুসরতের

দেশে ফিরেছেন দু’দিন হল। তবে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে কাটানো ওই ৩৬ ঘণ্টা এখনও ভুলতে পারছেন না নুসরত। দু’দিন কাটতেই ইজ়রায়েলের কাটানো আতঙ্কের সেই অভিজ্ঞতা কেমন ছিল, জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২০:০১
Nushrratt Bharuccha reaches issues her first statement after reaching India safely from war-hit Israel after Indian Embassy\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s help

নুসরত ভারুচা। ছবি: সংগৃহীত।

যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকা পড়ে যান অভিনেত্রী নুসরত ভারুচা। রবিবার সকালে ভারত সরকারের তৎপরতায় দেশে ফেরেন তিনি। যদিও দেশে ফেরার পর বিমানবন্দরে নেমে সকলের কাছে সময় চেয়ে নেন অভিনেত্রী। কারণে সেই সময় কিছুই বলার মতো অবস্থায় ছিলেন না। তবে দু’দিন কাটতেই ইজ়রায়েলের কাটানো আতঙ্কের সেই ৩৬ ঘণ্টা কেমন ছিল, জানালেন অভিনেত্রী।

Advertisement

৩ অক্টোবর হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’-এর জন্য গিয়েছিলেন নুসরত। সেখানে নুসরতের সঙ্গে ছিলেন তাঁর ‘অকেলি’ ছবির দুই ইজ়রায়েলি অভিনেতা। পৌঁছানোর পর প্রায় দু’দিন ইজ়রায়েলের নানা ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন তিনি। শুক্রবার রাতে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নৈশভোজ সারেন। তার পর শনিবার সকালে অভিনেত্রীর ঘুম ভাঙে বোমার আওয়াজে।

নুসরত বলেন, ‘‘আগের দিন রাতেই আমরা সকলে যে আনন্দ করেছিলাম, শনিবার সকালে সব যেন ধুয়েমুছে গেল। খালি ঘন ঘন বোম ও সাইরেনের আওয়াজ। অনেক পরে বুঝলাম যুদ্ধ লেগেছে। ভীষণ বিচলিত হয়ে পড়ি। আগে একটা আশ্রয় নেওয়া চেষ্টা করলাম। হোটেলের নীচে বেসমেন্ট অনেক ক্ষণ অপেক্ষা করছি আমরা। আসলে এমন একটা ঘটনার জন্য কখনওই প্রস্তুত ছিলাম না।’’ সুরক্ষিত ভাবে দেশে ফিরতে পেরে অভিনেত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন ভারত সরকারকে। শেষে নুসরতের সংযোজন, ‘‘ওই ৩৬ ঘণ্টা আমার সারা জীবন মনে থেকে যাবে। এটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা কখনওই ভুলতে পারব না।’’

ইজ়রায়েল-প্যালেস্তাইনে দ্বন্দ্ব গড়িয়ছে যুদ্ধ পরিস্থিতিতে। শনিবার দুপুরে ইজ়রায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। ‘জবাব’ দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো প্যালেস্তেনীয় যোদ্ধা শনিবার ঢুকে পড়েছে ইজ়রায়েলের ভূখণ্ডে। আহত প্রায় হাজারেরও বেশি। যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলেই আটকে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী নুসরত ভারুচা। শনিবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর সঙ্গে। এমন এক পরিস্থিতির মধ্যে এক জনের বাড়ির বেসমেন্টে ছিলেন অভিনেত্রী। অবশেষে দেশে ফিরতে পেরেছিলেন নুসরত। বিমানবন্দরে নেমেই কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন