new movie

পর্দায় ফিরলেন ঋ! সাংবাদিক শ্রীময়ী-র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে, সঙ্গে সুজয়প্রসাদ

‘ডিজনি প্লাস হটস্টার’-এ ছবিটি মুক্তি পেয়েছে সোমবার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৫
ঋ-এর সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ‘মালিনী’ ছবির পোস্টার

ঋ-এর সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, ‘মালিনী’ ছবির পোস্টার

সেলুলয়েডে ফিরলেন ঋ! সঙ্গে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুপ্রতীপ সাহা, আনন্দ চৌধুরী এবং ঐশী। ‘ডিজনি প্লাস হটস্টার’-এ ছবিটি মুক্তি পেয়েছে সোমবার।

‘মালিনী’ কে? প্রশ্নের উত্তর খোঁজা হবে ছবি জুড়ে। বিভিন্ন চরিত্রের নিজস্ব টানাপড়েনের সঙ্গে রহস্য সমাধানের যাত্রা। লেখকের কলমে সৃষ্টি হওয়া এক চরিত্রের আসল পরিচয় জানার কৌতূহল ও সেই চরিত্রের মানবায়ন। এই নিয়েই নতুন ছবি ‘মালিনী’।

Advertisement

২৭ বছর বয়সি লেখক স্মরণজিতের জীবনকে ঘিরে তৈরি হবে এই ছবি। তার লেখা গল্প ‘মালিনী’ পাঠকমনে জায়গা করে নেয় খুব তাড়াতাড়ি। জনপ্রিয়তা পাওয়ার পরই আচমকা হারিয়ে যায় লেখক। দীর্ঘদিন তার সন্ধান মেলে না কোথাও। শ্রীময়ী নামের এক সাংবাদিক এসে তার খোঁজ করা শুরু করে। পাঠকের মনের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার আশায় লেখকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে শ্রীময়ী। শেষ পর্যন্ত সে-ই স্মরণজিতের খোঁজ দেবে। পাওয়া যাবে সমস্ত উত্তর। কে এই মালিনী? স্মরণজিৎ কেন হারিয়ে গিয়েছিল?

কাহিনি ও পরিচালনা অর্পণ বসাকের। ক্যামেরার পিছনে অনুভব চট্টোপাধ্যায় এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ কুমার।

Advertisement
আরও পড়ুন