Neha Kakkar

পুলিশের হাতে ধরা পড়লেন নেহা কক্কর? ছবি ঘিরে চাঞ্চল্য! প্রকাশ্যে আসল ঘটনা

একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গিয়েছেন গায়িকা নেহা কক্কর! নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:০৯
কোন বিপদের মুখে পড়লেন নেহা?

কোন বিপদের মুখে পড়লেন নেহা? ছবি: সংগৃহীত।

পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছে গায়িকা নেহা কক্করকে। চোখে জল নেহার। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গিয়েছেন গায়িকা। নিমেষে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তবে কি সত্যিই বিপদের মুখে পড়লেন নেহা?

Advertisement

সম্প্রতি ছবি বিকৃত করে হামেশাই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাঁদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো! এ ক্ষেত্রেও তেমনই হয়েছে। নেহার যে গ্রেফতারির ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে তা নকল ছবি। সেটা আসলে এআই দ্বারা নির্মিত। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। যদিও নেহার এই ছবিতে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। যদিও এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা। মাঝেমধ্যেই সঙ্গীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়। কখনও নেহার বিবাহবিচ্ছেদের কথা কানে আসে, কখনও আবার শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিয়ে থেকেই ফিরে ফিরে এসেছে বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে বার বার সব জল্পনায় জল ঢেলেছেন গায়িকা।

Advertisement
আরও পড়ুন