Neena Gupta

Neena Gupta: প্রেম, বলিউডের রাজনীতি, জীবনের সমস্ত সত্যি আত্মজীবনীতে তুলে ধরলেন নীনা

সব কাহিনি উঠে আসবে নীনা গুপ্তর কলমে। আত্মজীবনী লিখেছেন নীনা। নাম দিয়েছেন ‘সচ কহুঁ তো’।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২৩:১৪
নীনা গুপ্ত।

নীনা গুপ্ত।

ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম। বিয়ে না করেই মেয়ে মাসাবার জন্ম। এক সময়ে তাঁর জীবন কাহিনি মুখরোচক হয়ে উঠেছিল অনেকের কাছেই। বলিউডেও তাঁর যাত্রাপথ ফুল ছড়ানো ছিল না। সেই সব কাহিনি উঠে আসবে নীনা গুপ্তর কলমে। আত্মজীবনী লিখেছেন নীনা। নাম দিয়েছেন ‘সচ কহুঁ তো’।

সম্প্রতি ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদের ছবি দিলেন নীনা। সেখানেও উজ্জ্বল তাঁর হাসিমুখ। ছবিটির সঙ্গে বিবরণীতে লিখলেন, ‘আমার বই, আমার প্রচ্ছদ, আমার কাহিনি’। আগামী ১৪ জুন প্রকাশিত হবে নীনার আত্মজীবনী। তাঁর এই বইতে ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’-তে পড়াকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার সঙ্গেই শব্দের সাহায্যে ৮০-র দশকের মুম্বইয়ের ছবি এঁকেছেন নীনা। এ সবের পাশাপাশি বলিউডের রাজনীতি, কাস্টিং কাউচের মতো অন্ধকার দিকগুলিও অভিনেত্রী তুলে ধরেছেন তার বইয়ে।

নীনা আশা করছেন, এই অন্ধকার সময়ে তাঁর আত্মজীবনী পড়ে কিছুটা হলেও সময় কাটবে মানুষের।

Advertisement
Advertisement
আরও পড়ুন