নম্রতা শিরোদকর এবং মহেশ বাবু। ছবি: সংগৃহীত।
১৯৯৩ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নম্রতা শিরোদকর। সলমন খানের বিপরীতে ‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ ছবির মাধ্যমে অভিষেক। তার পর ‘কচ্চে ধাগে’, ‘দিল ভিল প্যায়ার ভেয়ার’, ‘বাস্তব’, ‘পুকার’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ভালই চলছিল। আচমকা ২০০৫ সালে অভিনেত্রী বিয়ে করেন দক্ষিণী ছবির সুপারস্টার মহেশ বাবুকে। তার পরই অভিনয় জগৎকে বিদায় জানান। মুম্বই ছেড়ে পাকাপাকি ভাবে থাকতে চলে যান হায়দরাবাদে। মহেশ বাবু দক্ষিণী ছবির মেগাতারকা। বিলাসবহুল এক বড়সড় বাংলোতে থাকতেন তিনি। বিয়ের পর নাকি স্বামীর বাড়িতে থাকতে ভয় পেতেন নম্রতা! কিন্তু কেন?
এই মুহূর্তে দুই ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন নম্রতা।বিবাহিত জীবনে বেজায় খুশি তিনি। তবে মুম্বইতে ফ্ল্যাটবাড়িতে থেকে অভ্যাস তাঁর। বিয়ের পর যখন তিনি হায়দরাবাদে থাকতে শুরু করলেন, দেখলেন, অতিরিক্ত জায়গা সেই বাড়িতে। ফাঁকা-ফাঁকা ঘরে অস্বস্তি হত তাঁর। নম্রতার কথায়, ‘‘যে হেতু আমি মুম্বইতে ফ্ল্যাটে থাকতাম, প্রথম প্রথম বুঝে উঠে পারতাম না, অত বড় বাংলোতে একা থাকব কী ভাবে।’’ নম্রতা তাঁর স্বামীকে শর্ত দেন, বাংলোতে নয়, তার বদলে ফ্ল্যাটে থাকবেন তাঁরা। যদিও নম্রতার সেই ইচ্ছে পূরণ হয়নি।