Naga Chaitanya-Sobhita Dhulipala

রাত পেহালেই নাগা-শোভিতার বিয়ে, কেমন প্রস্তুতি চলছে দুই পরিবারে, অতিথিই বা কারা?

ঠাকুরদার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগা পরবেন ‘পঞ্চা’। শোভিতার পরনে থাকতে পারে সোনায় বোনা কাঞ্জিভরম বা হাতে বোনা সাদা খাদি শাড়ি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫
Image of Naga Chaitanya and Sobhita Dhulipala

অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গিয়েছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের আচার অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

ঠাকুরদার মতোই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরে বিয়ে করতে যাবেন নাগা চৈতন্য। নিজের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনও ভাবেই কোনও পরীক্ষা নিরীক্ষা করতে চান না। পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই সারবেন বিয়ে।

Advertisement

আগামী বুধবার, ৪ ডিসেম্বর আক্কিনেনি পরিবারের নিজস্ব অন্নপূর্ণা স্টুডিয়োয় বসবে নাগা-শোভিতার বিবাহবাসর। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল তাঁরা রাজস্থানের কোনও প্রাসাদে বিয়ে করতে পারেন। প্রথম বিয়ের ক্ষেত্রে নাগা নিজেও বেছে নিয়েছিলেন গোয়া। সেখানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল রূপকথার মতো।

কিন্তু এ বার নাগা সাফ জানিয়েছেন তিনি এমন জায়গায় বিয়ে করতে চান, যেখানে পরিবারের সমস্ত বয়স্ক পরিজনেরাও উপস্থিত হতে পারবেন, তাঁদের আশীর্বাদ করতে পারবেন। এ দিকে গত অক্টোবর মাস থেকেই নানা ধরনের আচার পালন করতে শুরু করেছে শোভিতার পরিবার। সেই সমস্ত অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন শোভিতা ও তাঁর পরিজনেরা। সৌন্দর্য থাকলেও কোথাও আড়ম্বরের আতিশয্য লক্ষ করেননি নেটাগরিকেরা। প্রশংসা পেয়েছে এই প্রয়াস।

নাগার পরিবারের তরফে জানা গিয়েছে ঠাকুরদা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ পরবেন নাগা।

তেলুগু ছবির জগতে আক্কিনেনি নাগেশ্বর রাও অধিকতর পরিচিত ছিল এএনআর নামে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসাবে প্রায় সাতটি দশক তিনি কাটিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতে। ২০১৪ সালের ২২ জানুয়ারি, ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। গত বছরই শতবর্ষ পেরিয়েছে এএনআর-এর। নাগা তাঁর ঠাকুরদার প্রতি শ্রদ্ধা জানাতেই পারিবারিক ঐতিহ্যের সঙ্গে জুড়ে রাখতে চাইছেন বিয়ের অনুষ্ঠান। ১৯৭৬ সালে হায়দরাবাদের বানজারা হিলসের উপর ২২ একর জমিতে অন্নপূর্ণা স্টুডিয়ো তৈরি করেছিলেন এএনআর। বুধবার সেখানেই রীতি মনে ৮ ঘণ্টার বিবাহ আচার পালন করবেন নাগা-শোভিতা। আর এ কথা জেনে সমাজমাধ্যমে নাগাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

জানা গিয়েছে, এই বিয়েতে উপস্থিত থাকবে অল্লু অর্জুন। আপাতত অল্লু তাঁর ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রচারে ব্যস্ত। তবু তিনি আসবেন সহ-অভিনেতার বিয়েতে।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, শোভিতাও বিয়ের দিন ঐতিহ্যবাহী শাড়িই পরবেন। সম্ভবত তিনি বেছে নেবেন আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। সেখানেও থাকছে সেই শিকড়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আবার অনেকে মনে করছেন নাগার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বেছে নিতে পারেন অন্ধ্রপ্রদেশসের পন্ডুরুর হাতে বোনা সাদা খাদি শা়ড়ি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পারিবারিক রীতি মেনে চার হাত এক হবে দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গত কয়েক বছরে খ্যাতনামীদের বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে বেশ কয়েকগুণ। সৌজন্য সমাজমাধ্যম। তারকাদের সম্পর্ক থেকে তাঁদের উদ্যাপন— এখন সবই আম জনতার হাতের মুঠোয়। অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট বা দীপিকা পাড়ুকোন, বলিউডের তারকারা তাঁদের রাজকীয় বিয়ের টুকরো ছবি ভাগ করে নিয়েছেন। এক ধাপ এগিয়ে দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারা তাঁর বিয়ের ভিডিয়ো স্বত্ব বিক্রি করে দিয়েছেন ওটিটি প্লাটফর্মকে। তা দিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। কিন্তু প্রথম থেকেই শোভিতা ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক শিষ্টাচার বজায় রাখার পক্ষে। একই মত নাগারও, জানিয়েছেন দম্পতি।

Advertisement
আরও পড়ুন