Vivek Oberoi-Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যা ও বিবেকের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি! সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কী ঘটেছিল?

মাঝপথেই ভেঙে যায় সলমন ও ঐশ্বর্যার প্রেম। তার পরেই নাকি বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৮:৩২
Mumbai journalist claimed that Aishwarya Rai Bachchan was never in a relationship with Vivek Oberoi

ঐশ্বর্যা-বিবেকের সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের। ছবি: সংগৃহীত।

সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক আজও বলিউডের চর্চায় উঠে আসে। শোনা যায় ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকেই প্রেম শুরু দু’জনের। তবে তা স্থায়ী হয়নি। মাঝপথেই ভেঙে যায় সলমন ও ঐশ্বর্যার প্রেম। তার পরেই নাকি বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্যা। এই খবর ছড়ানোর পরে বিবেকের কাছে নাকি সলমনের তরফ থেকে হুমকিও গিয়েছিল। তবে সেই সম্পর্কও টেকেনি। এই নিয়ে আজও জল্পনা চলে। সম্প্রতি মুম্বইয়ের এক সাংবাদিক এই বিষয়ে বিস্ফোরক এক দাবি করেছেন।

Advertisement

ঐশ্বর্যা ও বিবেকের মধ্যে নাকি কখনও তেমন সম্পর্ক গড়েই ওঠেনি। এই খবর স্রেফ গুজব বলে দাবি সাংবাদিকের। আর এই গুজবের কারণেই আরও দূরত্ব বাড়ে সলমন ও ঐশ্বর্যার মধ্যে, এমনও জানিয়েছেন সেই সাংবাদিক। এত দিন ধরে যে খবর ছ়ড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তাঁর। সেই সাংবাদিকের কথায়, “বলা হয়, সলমন খানের পরে ঐশ্বর্যা সম্পর্কে জড়িয়েছিলেন বিবেক ওবেরয়ের সঙ্গে। এই খবর সর্বৈব মিথ্যে।”

তা হলে কেন সলমন ও ঐশ্বর্যার বিচ্ছেদ হয়েছিল? সাংবাদিক জানিয়েছেন, ঐশ্বর্যার বাবা-মা এই সম্পর্ক নিয়ে ধন্দে ছিলেন। সাংবাদিক বলেছেন, “ওঁরা ভাবতেন, হয়তো মেয়ের সঙ্গে শুধু প্রেম নিয়ে রঙ্গরসিকতা করছেন সলমন খান।” তবে এই ঘটনার অন্য আর একটা দিকও শোনা যায়।

সেই সময়ে নাকি ঐশ্বর্যাকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন সলমন। কিন্তু রাজি ছিলেন না অভিনেত্রী। তিনি কাজে মনোযোগ দিতে চেয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন