Bollywood

নিভৃতবাসের সেরা সঙ্গী অর্জুনই, অকপট মালাইকা

একসঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা খান ও অর্জুন কপূর। একই সঙ্গে নিভৃতবাসেও যান। তবে এই প্রথম নিভৃতবাসের অভিজ্ঞতা নিয়ে অকপট হলেন তিনি

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৪:১৫
মালাইকা ও অর্জুন।—ইনস্টাগ্রাম

মালাইকা ও অর্জুন।—ইনস্টাগ্রাম

অর্জুনে নতুন করে মুগ্ধ মালাইকা।

একান্তে বন্দি হতে চাইলে আবারও সঙ্গী হিসেবে বেছে নেবেন অর্জুন কপূরকেই। সোজা সাপটা জানিয়ে দিলেন প্রেমিকা মালাইকা আরোরা খান।

Advertisement

অভিনেত্রী ললেন, ‘‘আর কেউ নয়, আবারও যদি বন্দি হই, তবে আবার আমার অর্জুনকেই চাই। কারণ, ওর সঙ্গে থাকলে এক মুহূর্তের জন্যও বোর ফিল করি না। নানা রকম মজার কথাবার্তায় সব সময় আমাকে মাতিয়ে রাখে ও।’’

আসলে একসঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা খান ও অর্জুন কপূর। সেই নভেম্বর থেকেই কানাঘুষো চলছে তাঁদের একসঙ্গে থাকা নিয়ে।তাই একই সঙ্গে নিভৃতবাসে যাওয়ারও সিদ্ধান্ত নেন। দ্রুত সমাজমাধ্যমে খবর ছড়ায়। পরে গত ৩০ নভেম্বর একসঙ্গে ছবি পোস্ট করে সেই খবরের সত্যতাও স্বীকার করেন অভিনেত্রী। যদিও এই প্রথম নিভৃতবাসের অভিজ্ঞতা নিয়ে অকপট হলেন তিনি।

আরও পড়ুন :বরফ গলছে? রিল ভিডিয়োয় ইঙ্গিত শ্রাবন্তীর

একটি সাক্ষাৎকারে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অর্জুনের সঙ্গে একান্তে থেকে কেমন লাগল। জবাবে মালাইকা জানালেন, ‘‘আমার এতটাই ভাল লেগেছে যে আবার যদি বন্দি হতে হয়, তবে ওকে নিয়েই নিভৃতবাসে যাব আমি।’’

View this post on Instagram

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

কেন, সে ব্যাপারেও মন খুলেছেন মালাইকা। বলেছেন, “অর্জুন দারুণ এন্টারটেন করতে পারে। অসুস্থ হলেও এক মুহূর্তের জন্য মন খারাপ হয়নি আমার। ওর জন্যই। আমার কাছে সময়টা বেশ হেসে খেলেই কেটেছে। অর্জুন তো আমাকে নিয়ে ঠাট্টা মজা করার একটা সুযোগও ছাড়ত না।’’

প্রেমিককে কাছে পেতে কার না ভালো লাগে! তার পর যদি সেই পাওয়া হয় জগৎছাড়া বিশ্বছাড়া বন্দি জীবনের সঙ্গী হিসাবে। তা হলে তো কথাই নেই। সোনায় সোহাগা। করোনা পরিস্থিতিতে সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন মালাইকাও! একান্তে প্রায় এক মাস ছিলেন অর্জুন কপূরের সঙ্গে নিভৃতে। ভক্তরা বলছেন, তা হলে আর দেরি কেন, একসঙ্গে থাকার ট্রায়াল দেওয়া যখন হয়েই গেল, তবে বিয়েতেই বা দেরি কীসের! সে প্রশ্নের জবাব অবশ্য এড়িয়েই গিয়েছেন মালাইকা।

আরও পড়ুন : বইয়ের তাক ঘাঁটতে গিয়ে ভূত বেরিয়ে এল দর্শনার ঘরে!

Advertisement
আরও পড়ুন