Malaika Arora-Arjun Kapoor

সবার সামনে প্রেম ভাঙার কথা বলেছেন অর্জুন, কষ্ট পেলেন নাকি মালাইকা! কী লিখলেন তিনি?

প্রেম ভেঙেছে, প্রকাশ্যে সে কথা স্বীকার করে নিয়েছেন অর্জুন। পাল্টা কী বললেন মালাইকা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:৩৫
(বাঁ দিকে) অর্জুন কপূর, মালাইকা আরোরা (ডান দিকে)।

(বাঁ দিকে) অর্জুন কপূর, মালাইকা আরোরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছেন অর্জুন কপূর। যদিও খবরটা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। দু’জনের সম্পর্কে ছেদ পড়েছে। অবশেষে প্রেম ভাঙার খবরে নিজেই সিলমোহর দেন বনি-পুত্র। তার পরই পাল্টা ইঙ্গিত দিয়ে কী লিখলেন মালাইকা আরোরা?

Advertisement

অর্জুনের কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তার ঠিক পর দীপাবলির একদিন আগে মালাইকার নিজের সমাজমাধ্যমে লেখেন, “মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন সে আত্মাকে ছুঁয়ে থাকতে পারে।” ছয় বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। হঠাৎ কী কারণে এমন পরিণতি? উত্তর খুঁজছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, কার কারণে বা কোন কারণে ভাঙল সম্পর্ক, যদিও এই প্রসঙ্গে দু’পক্ষই নীরাবতা বজায় রেখেছেন। তবে মালাইকার পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকে। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বার বার তাঁকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এ বার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন! সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে দীপাবলির একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। সঙ্গে ছিল ‘সিংহম আগেইন’-এর দলবল। একটি ভিডিয়োয় দেখা যায়, অর্জুন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সেখানে বার বার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন তাঁরা। মালাইকার নাম শুনেই যেন আর আটকে রাখতে পারলেন না নিজেকে। হাসতে হাসতে অর্জুন বলেন, “আরে আস্তে, আমি এখন সিঙ্গল।” উত্তেজিত জনতার উদ্দেশে অর্জুন বলেন, “এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।”

আরও পড়ুন
Advertisement