Krushal Ahuja

গো গো গোয়া...সমুদ্রে ক্রুশল, সি বিচে অদ্রিজা!

একজন ঢেউ তুলেছেন সমুদ্রজলে। অন্য জন ‘নমকিন’ বাগা সি বিচে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২০:৪০
ক্রুশল আহুজা-অদ্রিজা রায়।

ক্রুশল আহুজা-অদ্রিজা রায়।

কাজ আছে, কাজ থাকবে। কিন্তু উৎসবের মেজাজ সব সময় থাকবে না! তাই বছর শেষে রুপোলি দুনিয়ার তারারা নেমে এসেছেন মাটিতে। শহরের বাইরে, রাজ্যের বাইরে গিয়ে ইচ্ছে মতো উদযাপনে ব্যস্ত তাঁরা।

ঠিক যেমন ক্রুশল আহুজা-অদ্রিজা রায়। দু’জনেরই ডেস্টিনেশন ফেস্টিভ গোয়া!

Advertisement

একজন ঢেউ তুলেছেন সমুদ্রজলে। অন্য জন ‘নমকিন’ বাগা সি বিচে। ফ্লুরোসেন্ট ইয়েলো শর্ট ড্রেসে ভালবাসার চিহ্ন আঁকা। মাথায় ব্যান্ডানা। চোখে গাঢ় লাল রোদচশমা। সমুদ্রতীরে পাতা চেয়ারে আধশোয়া অভিনেত্রী। রোদ ঢাকতে রং-বেরঙের ছাতা। ক্যাপশনে লেখা, ‘চিলিং মুডে’।

A post shared by Krushal Ahuja (Krush) (@krushalahuja9)

ক্রুশলও কুল অ্যান্ড ক্যাজুয়াল পোশাকে। আচরণে দুরন্ত! সমুদ্রের বুকে দামাল তিনি স্পিড বোটে চেপে। পরনে লাইফ জ্যাকেট, সাদা শার্ট আর প্রিন্টেড হট প্যান্টস। ভিডিয়ো ক্যাপশন বলছে, নীল জলে দুধসাদা ফেনার মতো ঢেউ একঘেয়ে শ্যুটিংয়ের ক্লান্তি কাটিয়ে দিয়েছে।

A post shared by Adrija Roy ❤️ (@adrija_roy_official)

দু’জনের রসায়ন কি আরও জমজমাট গোয়ায় গিয়ে?

আরও পড়ুন: কেমন আছেন স্বস্তিকা? তাঁর কর্মকাণ্ড দেখে হঠাৎ চিন্তায় ভক্তরা

উত্তর দেবে আগামী দিন। যদিও এই দুই তারকাই নন, গোয়ার হাতছানি এড়াতে পারেননি টেলি দুনিয়ার আরও দুই অভিনেতা। জয়ী দেব রায়, রবি শ’।

আরও পড়ুন: দুপুরে আইবুড়ো ভাত, বিকেলে শ্যুটিং... জমিয়ে দিলেন তৃণা

Advertisement
আরও পড়ুন