Kareena Kapoor Khan

‘সইফ আমার সঙ্গে একটা রাতও কাটায়নি’, আলিয়া-রণবীরের সুখী দাম্পত্য শুনে আক্ষেপ করিনার

“তার মানে তুমি স্বামী হিসাবে খুবই ভাল। অথচ সইফকে দেখো। একটা রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি”, রণবীরকে বলেন করিনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৬:০৬
Kareena Kapoor Khan revealed that Saif Ali Khan did not spend a night with her at hospital

সইফকে নিয়ে কোন আক্ষেপ রয়েছে করিনার? ছবি: সংগৃহীত।

বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছেন তিনি। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাই নানা কটাক্ষ ধেয়ে এসেছে রণবীর কপূরের দিকে। তবে সে সব কটাক্ষে কান দিতে নারাজ অভিনেতা। বরং নিজেকে স্বামী ও বাবা হিসাবে খুব ভাল মনে করেন তিনি। করিনা কপূরের অনুষ্ঠানে রণবীর নিজেই জানিয়েছিলেন, রাহার জন্মের আগে কী ভাবে তিনি আলিয়া ভট্টের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর। এই শুনে করিনা আক্ষেপ করেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় এক দিনও তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন না সইফ।

Advertisement

রণবীর বলেছেন, “আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।”

এই শুনে তুতো ভাইয়ের ভূয়সী প্রশংসা করেন করিনা। তিনি বলেন, “তার মানে তুমি স্বামী হিসাবে খুবই ভাল। অথচ সইফকে দেখো। একটা রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।” রণবীরের কথা শুনে তাঁর অনুরাগীরাও মুগ্ধ হয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”

২০২২-এর নভেম্বর মাসে প্রথম সন্তান রাহা আসে আলিয়া ও রণবীরের জীবনে। সে বছরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। অন্য দিকে, করিনা ও সইফের এই মুহূর্তে দুই সন্তান— তৈমুর ও জেহর মা-বাবা। ২০১৬ সালের ডিসেম্বরে করিনা-সইফের কোলে আসে তৈমুর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে জেহ।

Advertisement
আরও পড়ুন