kangana ranaut

‘আমার ভালবাসার ভাল প্রতিদান দিলে’, কাকে বললেন কঙ্গনা

তাঁর অভিনীত ছবির নিন্দা করায় স্বয়ং পরিচালককেও ছেড়ে কথা বললেন না কঙ্গনা।

Advertisement
, নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫১
কঙ্গনা রানাউত।

কঙ্গনা রানাউত।

আফসোস করছেন পরিচালক হনসল মোহতা। বলছেন, ২০১৭ সালে ‘সিমরন’ ছবি তৈরি করে ভুল করে ফেলেছেন তিনি।

কিন্তু প্রায় চার বছর আগে ঘটিয়ে ফেলা ‘ভুল’ হঠাৎ কেন কষ্ট দিচ্ছে পরিচালককে?

গত রবিবার একটি টুইট করেছিলেন পরিচালক। আন্না হাজারেকে সমর্থন করে ভুল করেছেন বলে স্বীকার করেছেন সেখানে। লিখেছেন, ‘ভাল মনে আমি আন্না হাজারেকে সমর্থন করেছিলাম। যেমন পরবর্তীকালে অরবিন্দকে সমর্থন করেছিলাম। আমি সেটা নিয়ে আফসোস করি না। আমরা প্রত্যেকেই ভুল করি। যেমন আমি সিমরণ বানিয়েছিলাম’।
এ ভাবেই নিজের রাজনৈতিক ভুলের প্রসঙ্গে পরিচালক হিসেবে করা ভুল সিদ্ধান্তের কথাও তুলে আনেন হনসল। পরিচালকের এই টুইট চোখ এড়িয়ে যায়নি সমাজমাধ্যমে সদা সক্রিয় কঙ্গনার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হনসলকে উত্তর দিয়েছেন তাঁর ‘সিমরন’। এক্কেবারে ফিল্মি কায়দাতে লিখেছেন, ‘একদম সত্যি লিখেছেন হনসল স্যর। আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন, সেই সময় আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। এখন আমার ‘আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যায়ার কা’ গানটি গাইতে ইচ্ছে করছে।’ টুইটির শেষে গানের লাইনটির বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আমার ভালবাসার খুব ভাল প্রতিদান দিলে। অর্থাৎ তাঁর অভিনীত ছবির নিন্দা করায় স্বয়ং পরিচালককেও ছেড়ে কথা বললেন না কঙ্গনা।

Advertisement

এর পরে হনসল জানান, কঙ্গনার উদ্দেশে এই টুইট করেননি তিনি। ছবির পর কিছু ঘটনা তাঁকে পীড়া দিয়েছিল, তাই এই ছবি তৈরি করে আফসোস হয় তাঁর। একই সঙ্গে একজন তুখোর অভিনেত্রী হিসেবে কঙ্গনাকে কতটা সম্মান করেন, সে কথাও উল্লেখ করেছেন তিনি।

অতীতেও একটি সাক্ষাৎকারে হনসল বলেছিলেন, ‘সিমরন’ অনেক ভাল মানের একটি ছবি হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত নিজের মতো করে ছবিটি তৈরি করতে না পেরে, খুব কষ্ট পেয়েছিলেন তিনি। জীবনের সেই অধ্যায়টি আর ফিরে দেখতে চান না পরিচালক।

আরও পড়ুন
Advertisement