Kamal Hassan

Kamal Hassan: কোভিড আক্রান্ত কমল হাসন, ভর্তি হাসপাতালে

আমেরিকা থেকে ফেরার পরেই শরীরে অস্বস্তি দেখা দিয়েছিল। করোনা পরীক্ষা করার পরে ইতিবাচক ফলাফল আসে। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:২১
কোভিড পজিটিভ কমল।

কোভিড পজিটিভ কমল।

করোনার কবলে কমল হাসন। হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন অভিনেতা-রাজনীতিক। ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি। তাঁর টুইট থেকে জানা গিয়েছে, আমেরিকা থেকে ফেরার পরেই শরীরে অস্বস্তি দেখা দিয়েছিল। করোনা পরীক্ষা করার পরে ইতিবাচক ফলাফল আসে।

দক্ষিণী ভাষায় টুইট করেছেন কমল। সেখানেই তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে ফেরার পর হালকা কাশি হচ্ছিল তাঁর। নিজের শরীরের অবস্থার কথা লেখার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর অনুগামীদের উদ্দেশে লিখেছেন, ‘করোনা অতিমারি এখনও বিদায় জানায়নি। তাই সকলে সাবধানে থাকুন।’

Advertisement

দু’সপ্তাহ আগে, ৭ নভেম্বর ৬৭-এ পা দিয়েছেন কমল। তারও দিন দুয়েক আগে কমলের জন্মদিন উপলক্ষে দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ তাঁর ছবি ‘বিক্রম’-এর পোস্টার প্রকাশ করেছেন। ছবিতে অভিনয় করেছেন কমল।

তাঁর কোভিডের খবর পেয়ে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ‘বিগ বস তামিল ৫’-এর সঞ্চালকের ভূমিকায় এ বার কে অভিনয় করবেন? উত্তর দেবে সময়।

Advertisement
আরও পড়ুন