Hrithik Roshan

Hrithik-Juhi: হাজার গাছের রূপকথা, হৃতিকের জন্মদিনে অভিনব উপহার জুহির

অভিনেতার জন্য এক হাজারটি বৃক্ষচারা রোপণ করবেন ‘ডর’ অভিনেত্রী। সোমবার জুহি নিজেই জানিয়েছেন সে কথা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৩:১১
হৃতিকের জন্য হাজারটি গাছ পুঁতবেন জুহি।

হৃতিকের জন্য হাজারটি গাছ পুঁতবেন জুহি।

হৃতিক রোশনকে অভিনব উপহার জুহি চাওলার।

অভিনেতার জন্য এক হাজারটি বৃক্ষচারা রোপণ করবেন ‘ডর’ অভিনেত্রী। সোমবার জুহি নিজেই জানিয়েছেন সে কথা। হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমার জন্য হাজারটি গাছ উপহার। তুমি খুবই ভাল একজন অভিনেতা। পর্দায় যখনই তোমায় দেখি অবাক হই। অভিনয়, নাচ, সুদর্শন চেহারা, আন্তরিকতা— কোনও কিছুরই অভাব নেই তোমার। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

Advertisement

কখনও একসঙ্গে অভিনয় করেননি হৃতিক-জুহি। কিন্তু তাই বলে তাঁদের বন্ধুত্ব কিছু কম নয়। বলিউডের সুপারহিরোর জন্য জুহির এই পদক্ষেপ সে কথাই প্রমাণ করে দিল।

শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনেও ৫০০টি চারা রোপণ করেছিলেন জুহি। পরিবেশ নিয়ে আগাগোড়াই সচেতন অভিনেত্রী। প্রিয়জনদের বিশেষ দিনেও তাই পরিবেশের দিকে নজর দেওয়ার অঙ্গীকার তাঁর।

আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন