Jisshu Sengupta

Baba Baby o: শোলাঙ্কিকে দেখে লজ্জায় রাঙা যিশু, ‘বেবি’দের নিয়ে সপরিবার দেখা দিলেন নন্দিতা-শিবপ্রসাদ

সুদূর আমেরিকায় বসে আসরে হাজির গীতিকার চমক হাসন। নিজের সুরেলা যাত্রার গল্প শোনালেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:০০
এক ফ্রেমে শোলাঙ্কি-যিশু

এক ফ্রেমে শোলাঙ্কি-যিশু

বুধবারে বর্ণময় উইন্ডোজ প্রোডাকশনস। একই ঘরে হাজির ‘বাবা’, ‘বেবি’ এবং ‘ও’! ধরা দিলেন একই ফ্রেমে। ছবির প্রথম গানের মুক্তি উপলক্ষে সাংবাদিকদের সামনে যিশু সেনগুপ্ত (বাবা), শোলাঙ্কি রায় (ও), দুই একরত্তি কাইজান কামাল এবং অভিরাজ সাহা। সঙ্গে মৈনাক বন্দ্যোপাধ্যায়, জিনিয়া সেন, অরিত্র মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

নিজেদের চরিত্র থেকে বেরোতে পারেননি যিশু-শোলাঙ্কি। তাই অনুষ্ঠান শুরু হতে না হতেই ‘মেঘ’ (যিশুর চরিত্রের নাম) আর ‘বৃষ্টি’ (শোলাঙ্কির চরিত্রের নাম) হয়ে ঝরে পড়া। মৈনাককে ‘কবাবের হাড্ডি’ বানিয়ে যিশু তাঁর মনের মানুষকে প্রেম নিবেদন করার চেষ্টাও করলেন। কিন্তু সফল হলেন না। প্রথমে বাধা হয়ে দাঁড়াল শোলাঙ্কিকে দেখে যিশুর লজ্জা। তার পরে ‘বাবা’ আর ‘ও’-র পথ আটকাল ‘বেবি’রা। পাল্লা দিয়ে কান্নাকাটি করে।

Advertisement
বর্ণময় উইন্ডোজ প্রোডাকশনস

বর্ণময় উইন্ডোজ প্রোডাকশনস

ছবির প্রকৃত তারকাদের দিক থেকে নজর ঘুরে গেলে কি চলে!

‘এই মায়াবী চাঁদের রাতে’ গানটি বড় পর্দায় দেখানো হল দু’বার। দর্শকদের হাততালি আর বাহবায় আপ্লুত হলেন গানের নির্মাতারা। চমক ছিল আরও। সুদূর আমেরিকায় বসে সান্ধ্য আসরে যোগ দিয়েছিলেন এই গানটির গীতিকার চমক হাসন। শোনালেন নিজের সুরেলা যাত্রার গল্প।

অভিরাজ এবং কাইজানের সঙ্গে তাদের মায়েরা

অভিরাজ এবং কাইজানের সঙ্গে তাদের মায়েরা

আর অনুষ্ঠানের শেষে?

বাড়ির ছাদে সকলে মিলে চা, টা এবং দেদার আড্ডা!

Advertisement
আরও পড়ুন