Nabab Nandini

‘নবাব নন্দিনী’ সিরিয়ালে নাটকীয় মোড়, ঝগড়া ভুলে প্রেমের জোয়ারে ভাসবে নবাব-নন্দিনী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। এত দিন নায়ক-নায়িকার ঝগড়া দেখে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শক। এ বার আসতে চলেছে নাটকীয় মোড়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২০:০৮
নন্দিনীর প্রেমে মজলেন নবাব?

নন্দিনীর প্রেমে মজলেন নবাব? ফাইল-চিত্র।

টক ঝাল মিষ্টি সম্পর্ক তাঁদের। প্রতিটা মুহূর্তে ঝামেলা লেগেই থাকে। সেই গল্পের শুরুটা অনেকটা এমনই হয়েছিল। কাকতালীয় ভাবে বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েন নবাব এবং নন্দিনী। স্টার জলসার এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। যে মেগাতে প্রথম বার দর্শক দেখছেন রিজওয়ান রব্বানী শেখ এবং ইন্দ্রাণী পালকে। তাঁদের দুষ্টু মিষ্টি রসায়ন দেখতেই অভ্যস্ত দর্শক। তবে এ বার আসতে চলেছে নতুন মোড়।নবাবের মনে প্রেমের ছোঁয়া। অন্তত ধারাবাহিকের নতুন প্রোমো এমনটাই বলছে।

Advertisement

ককক

Advertisement
আরও পড়ুন