Diwali Release 2024

জাতীয় স্তরে কোটির অঙ্কে আয় ‘ভুলভুলাইয়া ৩’, ‘সিংহম আগেন’-এর, কলকাতায় কত বাণিজ্য হল?

নয় দিনে ‘ভুলভুলাইয়া ৩’-এর জাতীয় স্তরে আয় ২০০ কোটি। অন্য দিকে, ‘সিংহম আগেন’ আয় করেছে ৩০০ কোটি। কলকাতাতেও কি একই চিত্র?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৫১
কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’, ‘সিংহম আগেন’-এর প্রভাব কেমন?

কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’, ‘সিংহম আগেন’-এর প্রভাব কেমন? —ফাইল চিত্র।

বলিউডে এ বছরের দীপাবলি স্মরণীয়। এ বছর আলোর উৎসবে মুক্তি পেয়েছিল ‘সিংহম আগেন’, ‘ভুলভুলাইয়া ৩’। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ছবিটি ৯ দিনে আয় করেছে ৩০০ কোটি টাকা। একই ভাবে দ্বিতীয় ছবির আয় ২০০ কোটি টাকা। দ্বিতীয় ছবির নায়ক কার্তিক আরিয়ান আরও একবার জনপ্রিয়তার চূড়ায়। যেখানেই পা রাখছেন জনজোয়ারে ভাসছেন। পিছিয়ে নেই প্রথম ছবির অভিনেতারাও। ‘সিংহম আগেন’ তারকাখচিত। অজয় দেবগন, রণবীর সিংহ, অক্ষয় কুমার, করিনা কপূর খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন কপূর নিজেদের সেরাটা দিয়েছেন। অর্জুন এখানে খলনায়ক। তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত।

Advertisement

কলকাতার প্রেক্ষাগৃহেও জায়গা করে নিয়েছে ছবি দু’টি। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় মুক্তিপ্রাপ্ত অন্য দুটো হিন্দি ছবি ‘জিগরা’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’, তিনটি বাংলা ছবি ‘বহুরূপী’, ‘টেক্কা’, ‘শাস্ত্রী’র দাপটে ভাল ফল করতে পারেনি।

নয় দিনে ‘সিংহম আগেন’, ‘ভুলভুলাইয়া ৩’ কি সেই ব্যর্থতা মুছতে পেরেছে? খোঁজ নিতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল একাধিক পরিবেশকের সঙ্গে।

নামপ্রকাশে অনিচ্ছুক প্রথম পরিবেশকের দাবি, কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ভাল আয় করেছে দুটো ছবিই। তবে ব্যবসার নিরিখে ‘সিংহম আগেন’কে পিছনে ফেলে দিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। রাজ্যবাসী ভূতের গল্পে মজেছেন। প্রেক্ষাগৃহ ভরিয়ে দর্শক এসেছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, বিদ্যা বালনের আকর্ষণে।

দ্বিতীয় পরিবেশকেরও একই দাবি। তিনি বিষয়টি আরও বিশদে বুঝিয়েছেন। তিনি বলেছেন, “ইস্টার্ন জ়োন অর্থাৎ পূর্ব ভারত জুড়ে ‘ভুলভুলাইয়া ৩’ রাজত্ব চালাচ্ছে। ব্যবসার পরিসংখ্যান এই তথ্য দিচ্ছে।” উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, কোনও হিন্দি ছবি বাংলায় কত আয় করেছে তা জানতে গেলে প্রথমে ছবির জাতীয় স্তরের আয়ের অঙ্ক জানতে হবে। সেই আয়ের ৫ শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে। সেই অনুযায়ী, রাজ্যে কার্তিক আরিয়ানের ছবিটির আয় ১০ কোটি। কিন্তু দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় ‘ভুলভুলাইয়া ৩’ বেশি ভাল ফল করেছে। অর্থাৎ, ৫ শতাংশ নয়, ৭ শতাংশ আয় করেছে। সেই অনুযায়ী ছবির মোট আয় আনুমানিক ১৪ কোটি টাকা।

একই ভাবে ‘সিংহম আগেন’-এর মোট আয় ৩০০ কোটি। একই ভাবে তার ৫ শতাংশ মানে ১৫ কোটি টাকা। কিন্তু এখানে ছবিটি ভাল আয় করেনি। ৫ শতাংশের বদলে ছবিটি আয় করেছে ৪ শতাংশ। ফলে, ছবির আয় কমে দাঁড়িয়েছে ১১ কোটি থেকে ১২ কোটি টাকার মধ্যে।

Advertisement
আরও পড়ুন