Iman Chakraborty

Iman-Nilanjan: হলুদ শাড়িতে নতুন বিয়ের গন্ধ! প্রথম বিবাহবার্ষিকী কী ভাবে কাটালেন ‘নীলামন’?

যদি তাঁরা নিজেদের শহরেই থাকতেন, তবে কেমন হত ইমনের সাজ?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২২:০৯
‘নীলামন’- এর বিবাহবার্ষিকী

‘নীলামন’- এর বিবাহবার্ষিকী

‘শুভ বিবাহবার্ষিকী’! এই শুভেচ্ছা জানানোর আগেই শহর ছেড়ে দূরে অনুরাগীদের আদরের ‘নীলামন’। ইমন চক্রবর্তী-নীলাঞ্জন ঘোষ। গাড়িতে তাঁদের গন্তব্য ছোট ছোট টিলায় ঘেরা নিরিবিলি পাহাড়ি এলাকা। যেখানে রুখু মাটিতে ইতিউতি সবুজের লাবণ্য। ছোট্ট ছোট্ট রিসর্টে একান্তে অবসর কাটানোর আধুনিকতম আয়োজন। সেখানেই ১০১ নম্বর ঘরের দরজা আঁটা! নিরালায় নিজেদের মতো করে একান্তে সময় কাটালেন তারকা শিল্পী দম্পতি।

রোজের দুনিয়া থেকে দূরে থাকবেন বলেই সংবাদমাধ্যম থেকেও দূরে দু’জনে। শুধু তাঁদের যাত্রা, নতুন ঠিকানার হদিশ দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। আপাদমস্তক শীতবস্ত্রে মুড়ে বেরিয়ে পড়েছেন গন্তব্যে। বাকিটা? পুরোপুরি ব্যক্তিগত। গত বছর ৩১ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন ইমন-নীলাঞ্জন। নীলাঞ্জন কেতাদুরস্ত ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবিতে। ইমন বেছে নিয়েছিলেন নরম বেগুনি রঙের সিল্ক। সেই বিয়ে সেরে ঠিক এ ভাবেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন পাহাড়ে। সে বার তাঁদের পছন্দ ছিল উত্তরবঙ্গ। এ বার সম্ভবত রাঢ় বাংলা।

Advertisement
বেরিয়ে পড়লেন ইমন-নীলাঞ্জন

বেরিয়ে পড়লেন ইমন-নীলাঞ্জন

যদি তাঁরা নিজেদের শহরেই থাকতেন, তবে কেমন হত ইমনের সাজ? তারও ছোট্ট আভাস দিয়েছেন গায়িকা। হলুদ সিল্কের শাড়ি, টুকটুকে লাল ব্লাউজ, সোনার গয়নায় উদযাপনের গন্ধ মাখা থাকত ভরপুর। সাজের স্বাদ বদলাতে চোখে থাকতেই পারত ‘কালা চশমা’! তাঁর নতুন গানের মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আসছে খুব শিগগিরিই। সেখানেই বুঝি ইমন ধরা দিচ্ছেন তাঁর প্রথম বিবাহবার্ষিকীর সাজে!

আরও পড়ুন
Advertisement